• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৩ই ভাদ্র ১৪৩২ সন্ধ্যা ০৭:৩৪:২৭ (28-Aug-2025)
  • - ৩৩° সে:

বিনোদন

ফ্যান্টাসটিক ফিল্ম ফেস্টে বাংলাদেশের 'লোক'

২৮ আগস্ট ২০২৫ দুপুর ১২:১৩:৩৯

সংবাদ ছবি

বিনোদন ডেস্ক: ঠিক এক বছর আগে চাকরি করা কিছু তরুণ অল্প পরিসরে, স্বল্প খরচে, গল্প তৈরির চ্যালেঞ্জ নিয়ে মাঠে নেমেছিল। নিজেদের নাম দিল ফ্রেন্ডলি নেইবারহুড ফিল্মমেকারস (এফএনএফ) Friendly Neighbourhood Filmmakers (FNF)! বন্ধু-বান্ধবকে ক্যামেরার আগে-পিছে নিয়ে একে একে তৈরি করলো ১০টি স্বল্পদৈর্ঘ্যের সিনেমা। সেই দশ সিনেমার একটি ‘লোক’।

ঠিক এক বছর পর সেই ‘লোক’এর জন্য এলো আনন্দের সংবাদ। ‘লোক’লড়বে আমেরিকার ফ্যান্টাসটিক ফিল্ম ফেস্টিভালের ফ্ল্যাগশিপ বিভাগ ‘ফ্যান্টাসটিক শর্টস’-এ।
পরিচালক মাহমুদা সুলতানা রীমা ছাত্রজীবনে বেশকিছু শর্টফিল্ম বানালেও কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় এবারই প্রথম যাচ্ছে তার নির্মাণ।

তিনি বলেন, ‘লোক একটা মেটাফরিক গল্প। হরর আর ফোকলোর জনরার। আমরা চেয়েছিলাম সমাজের কিছু দিক রূপকভাবে এই ফিল্মটি তুলে ধরতে। আমরা চেষ্টা করেছি বাস্তবতা আর কল্পনার মাঝামাঝি এক পৃথিবী গড়ে তুলতে, যেখানে দর্শক নিজেকে প্রশ্ন করবে। আন্তর্জাতিক অঙ্গণে এটি গেছে, সেজন্য টিমের সকলের প্রতি আমার কৃতজ্ঞতা।’

তিনি আরও যোগ করেন, ‘যেকোনো স্বীকৃতিই আনন্দের। আমাদের সিনেমা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেবে এটাই আমাদের জন্য অনেক বড় সংবাদ।’

যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ও বেশ জনপ্রিয় জনরা ফিল্ম উৎসব এটি। বিশেষত হরর, সায়েন্স-ফিকশন, ফ্যান্টাসি, অ্যাকশন ও কাল্ট সিনেমার জন্য। আগামী ১৮-২৫ সেপ্টেম্বর পর্যন্ত বসবে এই ফেস্টের ২০তম আসর। ২০০৫ সাল থেকে প্রতি বছর অস্টিন, টেক্সাস-এ অনুষ্ঠিত হয়ে আসছে।

Smile, John Wick, Zombieland এবং There Will Be Blood-এর মতো ছবি এখানে প্রথম দেখানো হয়েছে। এর পাশাপাশি Tim Burton, Keanu Reeves, Lilly & Lana Wachowski প্রমুখ অনেক নাম দর্শকদের সাথে সরাসরি মিলন ঘটিয়েছেন।

সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন তানজিনা রহমান তাসনিম। তিনি বলেন, ‘লোক আমার জীবনের অন্যতম বিশেষ একটি কাজ। আমি পরিচালকের কাছে কৃতজ্ঞ যে তিনি এমন একটা চরিত্রে জন্য আমাকে ভেবেছেন। কাজটা করার সময় চিন্তা করিনি আমাদের সিনেমা দেশের বাইরেও এমনভাবে সমাদৃত হবে। এটা আমাদের পুরো টিমের জন্য যেমন আনন্দের তেমন গর্বেরও বটে।’

লোক-এ আরও অভিনয় করেছেন জাহিদুল হক অপু, রিজভী রিজু, লিমন, শেহরিন খান, আল-আমিন হাসান নির্ঝর, আদেল ইমাম অনুপ, ইবনে নূর রাকিব, সাইফুর রাতুল, অনিক, সৈকতসহ অনেকে।

এফএনএফ-এর মুখপাত্র ও লোক-এর স্ক্রিনপ্লে রাইটার শেখ কোরাশানী বলেন, ‘সত্যি কথা বলতে, আমদের অনেক স্বপ্নের এই প্রোজেক্ট যে আলোর মুখ দেখবে এটা আমরা নিজেরাই ভাবিনি। সেখান থেকে বিশ্ব সিনেমার বিভিন্ন উৎসবে আমাদের সিনেমাগুলো সিলেক্ট হচ্ছে এটা আমাদের জন্য সত্যিই আনন্দের। এর আগে সোলমেট (কো-রাইটার) রাশিয়ার আন্তারিজ ফিল্ম ফেস্টিভ্যাল সিলেক্ট হয়েছিল, আর এবার লোক যাবে আমেরিকার ফ্যান্টাসটিক ফেস্টের মূল প্রতিযোগিতায়। এই অর্জনগুলো আমাদের পরবর্তী কাজে অনুপ্রেরণা জোগাবে।’

সাভারের একটি এলাকায় শ্যুট হয়েছে লোক। এই শর্টফিল্মটি এক্সিকিউটিভ প্রডিউসিং ও এডিট করেছেন কনক খন্দকার। সিনেমাটোগ্রাফি করেছেন রাফি উদ্দিন। মিউজিক কম্পোজ অভিষেক ভট্টাচার্য, কস্টিউম নাবিলা ইলিয়াছ তারিন এবং আর্ট ডিরেকশন সাদিয়া সিরাজ সাবা ও কানিজ ফাতেমা লাবণ্য। সার্বিক সহযোগিতায় ছিল এফএনএফ টিমের অন্যান্যরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
জন্ম নিবন্ধন সনদ তৈরির আরেক নাম ভোগান্তি
২৮ আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৬:১২:০০