• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১লা কার্তিক ১৪৩২ সন্ধ্যা ০৬:১৮:০০ (16-Oct-2025)
  • - ৩৩° সে:

পাবনায় আদালতে বিচার প্রার্থীদের জন্য ন্যায়কুঞ্জ উদ্বোধন

১৬ অক্টোবর ২০২৫ দুপুর ১২:২৩:৪৭

সংবাদ ছবি

পাবনা প্রতিনিধি: পাবনা জজ কোর্ট চত্বরে বিচারপ্রার্থীদের জন্য ন্যায়কুঞ্জ নামের একটি বিশ্রামাগার উদ্বোধন করেছেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. হাবিবুল গনি।

১৫ অক্টোবর বুধবার সকালে পাবনা জেলা ও দায়রা জজ কোর্ট আদালত প্রাঙ্গনে বিচারপ্রার্থীদের জন্য বিশ্রামাগার ন্যায়কুঞ্জের ফলক উম্মোচন ও ফিতা কেটে উদ্বোধন করেন তিনি।

Ad
Ad

এ সময় বিচারপতি মো. হাবিবুল গনি বলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট খুব গভীরভাবে চিন্তা করেছে যে, আদালতে যেসব বিচারপ্রার্থী মানুষ আসেন তাদের বিশ্রামের ব্যবস্থা দরকার। এছাড়া যেসকল মহিলা আসেন তাদের বিশ্রাম ও ওয়াশরুম ব্যবহারের ক্ষেত্রে খুব অসুবিধা হয়। জেলা জজ সাহেবের তত্ত্বাবধানে ও আমাদের জেলা আইনজীবী সমিতির সার্বিক সহযোগিতায় আশা করি এই ন্যায়কুঞ্জ প্রতিষ্ঠার যে উদ্দেশ্য সেটি সফলকাম হবে।

Ad

এই সময় উপস্থিত ছিলেন পাবনা জেলা ও দায়রা জজ আখতারুজ্জামান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক নুরে আলম, বিশেষ জজ আবু সালেহ মো. সালাহউদ্দিন খাঁ, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ফেরদৌস ওয়াহিদ, পাবনা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাশেদ কবির, জেলা আইনজীবী সমিতির সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ বাচ্চু, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ খান এহিয়া, জেলা জজ কোর্টের পিপি গোলাম সারওয়ার খান জুয়েলসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধন শেষে বিচারপতি জজ কোর্টে নবনির্মিত তথ্য ও সেবা কেন্দ্র পরিদর্শন করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সংবাদ ছবি
দিনাজপুর বোর্ডে ৪৩ কলেজে কেউই পাস করেনি
১৬ অক্টোবর ২০২৫ বিকাল ০৫:৪৪:০১







Follow Us