• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২২শে আশ্বিন ১৪৩২ বিকাল ০৫:৪৩:৫৭ (07-Oct-2025)
  • - ৩৩° সে:

উল্লাপাড়ায় নবজাতক কন্যা শিশু উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

৭ অক্টোবর ২০২৫ বিকাল ০৩:৪৭:৫৬

সংবাদ ছবি

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক নবজাতক কন্যা শিশুকে উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার গভীর রাতে প্রায় ২টার দিকে উল্লাপাড়া কেয়ার হাসপাতালের সামনে কান্নার শব্দ শুনতে পান পথচারীরা। তারা কাছে গিয়ে দেখতে পান, কাপড়ে মোড়ানো এক নবজাতক কন্যা শিশু রাস্তার ধারে পড়ে আছে। বিষয়টি দেখে তারা হতবাক হয়ে যান এবং দ্রুত প্রশাসনকে খবর দেন।

Ad
Ad

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম ও মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিন। তারা স্থানীয়দের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে কেয়ার হাসপাতালের হেফাজতে দেন। হাসপাতালের কর্তৃপক্ষ শিশুটিকে ভর্তি নিয়ে চিকিৎসা শুরু করে। বর্তমানে শিশুটি সুস্থ আছে এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে।

Ad

কে বা কারা শিশুটিকে জন্মের পর পরই ফেলে রেখে যায়, তা এখনও জানা যায়নি। তবে স্থানীয়দের ধারণা, অবাঞ্ছিত সন্তান হিসেবে কেউ হয়তো মানবতার দিক বিবেচনা না করেই শিশুটিকে ফেলে গেছে।

স্থানীয়রা এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, এ ধরনের ঘটনা মানবতার জন্য লজ্জাজনক। শিশুটির যেন নিরাপদ আশ্রয় ও ভবিষ্যৎ নিশ্চিত করা হয়, আমরা সেটিই চাই।

ঘটনাটি এলাকায় আলোচনার সৃষ্টি করেছে। প্রশাসন জানিয়েছে, শিশুটিকে কারা ফেলে গেছে, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।

চিকিৎসকরা জানিয়েছেন, নবজাতকটি কয়েক ঘণ্টার মধ্যেই জন্মগ্রহণ করেছিল এবং সময়মতো উদ্ধার না হলে বিপদের আশঙ্কা ছিল। এখন সে নিরাপদ ও সুস্থ রয়েছে।

এ বিষয়ে সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, শিশুটি বর্তমানে নিরাপদে আছে। আমরা বিষয়টি প্রশাসনের নজরে এনেছি। শিশুটির নিরাপত্তা ও পরবর্তী ব্যবস্থা নিয়ে আলোচনা চলছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংবাদ ছবি
মানিকগঞ্জে এনজিও কর্মীর মরদেহ উদ্ধার
৭ অক্টোবর ২০২৫ বিকাল ০৪:৫৭:৩৮


সংবাদ ছবি
সহজ-এর সাথে সহজক্যাশ-এর কোনো সম্পর্ক নেই
৭ অক্টোবর ২০২৫ বিকাল ০৪:৪৩:৩২



সংবাদ ছবি
আড়াইহাজারে চুরির প্রতিবাদ করায় যুবক খুন
৭ অক্টোবর ২০২৫ বিকাল ০৪:১২:৫২

সংবাদ ছবি
পদার্থে নোবেল পেলেন মার্কিন তিন বিজ্ঞানী
৭ অক্টোবর ২০২৫ বিকাল ০৪:০১:২৪


Follow Us