নরসিংদী প্রতিনিধি : জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক।
১৫ সেপ্টেম্বর বুধবার মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার মো. মেনহাজুল আলম (পিপিএম) এর হাত থেকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কার গ্রহণ করেন তিনি।
মাদক উদ্ধার, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিল, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা সহ আইন-শৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য অবদান রাখায় জেলা পুলিশ কর্তৃক শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মনোনীত করা হয়।
শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে ভূষিত হওয়ায় মোহাম্মদ এমদাদুল হক বলেন, জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে আমাকে মনোনীত করায় মাননীয় পুলিশ সুপার, ও জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞাতা ও শ্রদ্ধা জ্ঞ্যাপন করছি। সেই সাথে আমি আমার সার্ভিস জীবনে ন্যায়-নীতির সাথে জনকল্যাণমূলক কাজ বা সেবা দিয়ে যেতে পারি। পাশাপাশি সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে পারি সেজন্য সকলের সহযোগী কামনা করি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available