নড়াইল প্রতিনিধি: নড়াইলে দুই স্কুলছাত্রকে নির্মমভাবে পিটিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে।
এ ঘটনায় গুরুতর আহত আরিয়ান ইসলাম অভ্র (১৬) খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছেন। আহত অপর ছাত্র নিরব বিশ্বাস (১৩) নড়াইল সদর হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় রয়েছেন।
আহত শিক্ষার্থী আরিয়ান ইসলাম অভ্র যশোর সদরের নীলগঞ্জ এলাকার সৌরভ মাহমুদের ছেলে।
অভ্র ছোট বেলা থেকেই নড়াইল সদরের বেতবাড়িয়া এলাকায় নানাবাড়ি থাকেন। সে গোবরা প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। তার বন্ধু নিরব বিশ্বাস একই উপজেলার দক্ষিণ নড়াইলের সাধন বিশ্বাসের ছেলে ও সপ্তম শ্রেণির ছাত্র।
ঘটনাটি ঘটেছে গত ২ অক্টোবর রাতে নড়াইল-যশোর মহাসড়কের সীতারামপুর ব্রিজ এলাকায়। এ ঘটনায় ভুক্তভোগী অভ্রর নানী মোছা. সুফিয়া বেগম বাদী হয়ে ৭ অক্টোবর মঙ্গলবার রাতে সদর থানায় একটি মামলা দায়ের করেন।
মামলায় প্রধান আসামি হলেন- নড়াইল পৌর এলাকার মহিষখোলা গ্রামের মো. মনিরুলের ছেলে রাব্বি সিয়াম (২৫)। ঘটনা স্থলে রাব্বির সহযোগী হিসেবে ছিলেন নড়াইল সদরের দুর্গাপুরের বাসিন্দা দুরন্ত বিশ্বাস যুধিষ্ঠি (৩০) ও মহিষখোলার গ্রামের বাসিন্দা খন্দকার শায়খ আলী আবির (২১)।
মামলা সূত্রে জানা যায়, ২ অক্টোবর রাতে শহরের বাঁধাঘাটের পূজার মেলা দেখে অভ্র ও নিরব মোটরসাইকেলে বের হন। সীতারামপুর এলাকায় পৌঁছালে দুই মোটরসাইকেলে থাকা তিনজন যুবক তাদের পথরোধ করে। তুচ্ছ কারণে বাকবিতণ্ডার একপর্যায়ে তারা দেশীয় অস্ত্র দিয়ে দুই স্কুলছাত্রকে বেধড়ক মারধর করেন। এতে আরিয়ান গুরুতর আহত ও নিরবের কলারবোন ভেঙে যায়। অভিযুক্তরা তাদের মোটরসাইকেল ভাঙচুর করে মুমূর্ষু অবস্থায় রাস্তার পাশে ফেলে পালিয়ে যায়।
পরে এক পথচারী ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে আরিয়ানকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় সেখানে তিনি আইসিইউতে আছে।
মামলার এজাহারে আরও বলা হয়, হামলাকারীরা নিরবের প্যান্ট খুলে মোটরসাইকেলের গরম সাইলেন্সারে তার শরীরের পেছনের অংশ পুড়িয়ে দেয়। এতে নিরব গুরুতর দগ্ধ হয়।
আরিয়ানের নানী সুফিয়া বেগম বলেন,“দুইজন স্কুলপড়ুয়া বাচ্চাকে তিনজন প্রাপ্তবয়স্ক যেভাবে পিটিয়েছে, তা অমানবিক। আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন,“মামলা রুজু হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available