• ঢাকা
  • |
  • রবিবার ২রা ভাদ্র ১৪৩২ সকাল ০৯:২৮:২০ (17-Aug-2025)
  • - ৩৩° সে:

প্রিয় ঢাকা

শেখ হাসিনার নির্দেশে রাজপথে সব ষড়যন্ত্র মোকাবেলা করবো: সাঈদ খোকন

১৭ জুলাই ২০২৪ সন্ধ্যা ০৬:৩৯:০৮

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: কোটা সংস্কার আন্দোলনের নামে অশুভ অপশক্তির চলমান নৈরাজ্য প্রতিহত করতে পুরান ঢাকার বঙ্গবাজারে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

১৭ জুলাই বুধবার দিনব্যাপী এই বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।

এই কর্মসূচিতে আওয়ামী লীগের তৃণমূলের হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন। তারা দলীয় স্লোগান দেন এবং কোটা সংস্কার আন্দোলনের নামে কেউ অরাজকতা সৃষ্টি করলে তাকে প্রতিহতের ঘোষণা দেন।

অবস্থান কর্মসূচিতে দলীয় নেতাকর্মী ও ব্যবসায়ীদের উদ্দেশে বক্তব্য দেন মোহাম্মদ সাঈদ খোকন। তিনি বলেন, বিএনপি-জামাত অপশক্তি কোটা সংস্কার আন্দোলনে ভর করে ঘোলা পানিতে মাছ শিকারের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা স্বাধীনতার স্বপক্ষের শক্তি, প্রেরণা-চেতনার উৎস শেখ হাসিনার নেতৃত্বে গঠিত আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আন্দোলনের নামে সাধারণ মানুষের জানমালের ক্ষতি করার চেষ্টা করা হলে, অগ্নিসংযোগ-ভাঙচুরসহ মানুষের জীবনকে ধ্বংস করার চেষ্টা করা হলে আওয়ামী লীগের নেতাকর্মীরা বসে থাকবে না। আওয়ামী লীগের কর্মীরা রাজপথে অবস্থান নিয়েছে। ভবিষ্যতেও শেখ হাসিনার নির্দেশে আমরা রাজপথে থেকে সকল ষড়যন্ত্রের মোকাবেলা করবো, ইনশা আল্লাহ।

স্বাধীনতা বিরোধীদের মাথাচাড়া দেওয়ার সুযোগ নেই জানিয়ে ঢাকার সাবেক এই মেয়র বলেন, স্বাধীনতাবিরোধী শক্তি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা স্বাধীনতা বিরোধী স্লোগান দিয়ে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। তাদের এই চেষ্টা সফল হতে দিবে না আওয়ামী লীগের নেতাকর্মীরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








সংবাদ ছবি
মোস্তফা সরয়ার ফারুকী এখন শঙ্কামুক্ত
১৭ আগস্ট ২০২৫ সকাল ০৮:২৫:০৮