শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে তারেক রহমানের ৩১ দফা লিফলেট বিতরণকালে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপির লোকজনের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় আহত হয়েছে অন্তত ২৫ জন।
১১ আগস্ট সোমবার রাত ৮টার দিকে শিবচরের চরশ্যামাইল এলাকার কাজীর দোকান নামক স্থানে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার দিকে মাদারীপুর-১ (শিবচর আসনের) মনোনয়ন প্রত্যাশী মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী (লাভলু) সমর্থিত বিএনপির নেতাকর্মীরা তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ করতে বের হয়। শিবচর পৌরসভার চরশ্যামাইল এলাকায় কাজীর দোকান নামক স্থানে লিফলেট বিতরনণকে কেন্দ্র করে শিবচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বাবুল ফকিরের ছেলে সুমন ফকিরের সাথে কথা কাটাকটির এক পর্যায়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে লিফলেট বিতরণকারীদের উপর হামলা চালায়। এসময় ৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। আহত হয় অন্তত ২৫ জন। আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় প্রেরণ করেন। খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শিবচর থানার অফিসার ইনচার্জ মো. রাকিবুল ইসলাম বলেন, খবর পেয়ে শিবচর থানা পুলিশের টিম ঘটনাস্থলে গিয়েছে। শুনেছি, আহতদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আমরা খোঁজ-খবর নিচ্ছি। চরশ্যামাইল কাজীর দোকান নামক স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available