চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতে অনুপ্রবেশকারী ২২ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ।
১৩ আগস্ট বুধবার বেলা পৌনে ১২টায় ওই বাংলাদেশিদের হস্তান্তর করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক হায়দার আলী ১৩ আগস্ট বুধবার বেলা পৌনে ৩টায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন এবং ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মধ্যে সীমান্তের প্রধান খুঁটির ৭৬ এর নিকট শূন্য রেখায় দু'দেশের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে চুয়াডাঙ্গা বিজিবি ব্যাটালিয়নের দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট ক্যাম্প কমান্ডার এবং ৩২ বিএসএফ ব্যাটালিয়নের ভারতের গেদে কোম্পানি কমান্ডার উপস্থিত ছিলেন।
আলোচনার এক পর্যায়ে বিএসএফ বিভিন্ন সময়ে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকারী ২২ জন বাংলাদেশি নাগরিককে বিজিবির নিকট হস্তান্তর করে। হস্তান্তরিতের মধ্যে ১০ জন পুরুষ ও ১২ জন মহিলা রয়েছে।
এরা হলেন, নোয়াখালী জেলার লক্ষীপুর থানার চানগাজি গ্রামের বেলাল হোসেনের মেয়ে সুমাইয়া আক্তার (১৯), বরিশাল জেলার কাজিরহাট থানার সন্ধার মানিক গ্রামের আব্দুর রহমান সরদারের মেয়ে মীম (১৫), মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার সিকারপুর গ্রামের আয়রিন আক্তার (১৭), নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার লোকমান খন্দকার গ্রামের সাইফুল ইসলামের মেয়ে উম্মে হানি সানু (১৮)।
গাজীপুর জেলার রেউলা বাড়ী গ্রামের আলী মোল্লার মেয়ে মিম (২০),খুলনা জেলার খুলনা সদর থানার হাজী বাড়ী গ্রামের বাবু মিয়ার মেয়ে চাহিদা আক্তার মিম (২৪), খুলনা জেলার দিঘলিয়া থানার ধরিমহিস দিয়া গ্রামের মরহুম নুরুল ইসলামের মেয়ে আফরিন খানুন (২৭), রাজবাড়ী জেলার বলিয়াকান্দি থানার রাজবাড়ী গ্রামের আব্দুল ফকিরের মেয়ে আবেদা আক্তার (২০)।
নরসিংদী জেলার শিবপুর থানার গাজুটিয়া গ্রামের সাইফুল ইসলামের মেয়ে শিউলি বেগম (৩২), চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা মডেল থানার চন্দ্রবাস গ্রামের আবু বক্কর সিদ্দিকের মেয়ে রওশন আরা খাতুন (২৩), পিরোজপুর জেলার মঠবাড়ীয়া থানার নবীনগর গ্রামের কালো চকিদারের মেয়ে আক্তার (২৬), চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানার দক্ষিণ সাইদ বাড়ী গ্রামের মোস্তাদিরের মেয়ে রোমান (৪২)।
শরীয়তপুর জেলা বদরগঞ্জ থানার মল্লিককান্দি গ্রামের মানিক মোল্লার ছেলে রাশেদ মোল্লা(২১),বাগেরহাট জেলার শরনখোলা থানার উত্তর আমড়াগাছীয়া গ্রামের সবুর খানের ছেলে আলাউদ্দিন আপন(২২),খুলনা জেলার দিঘলিয়া থানার মহেশদিয়া গ্রামের মরহুম নূর শেখের ছেলে আরিফ (৩১), নড়াইল জেলার কালিয়া থানার ইসলামপুর গ্রামের গোলাম মোল্লার ছেলে হাবিব মোল্লা (৩৪),খুলনা জেলার দিঘলিয়া থানার মহিস দিয়া গ্রামের মুনসুর মোল্লার ছেলে তারেক মোল্লা(৩০), নড়াইল জেলার কালিয়া থানার বিন্দারচর গ্রামের মীর মোহাম্মদ আলীর ছেলে রোশান আরিজ (৩৫)।
ব্রাহ্মণবাড়ীয়ার সদর থানার উত্তর পাইকপাড়া গ্রামের যোগেশর দাসের ছেলে কৃষ্ণ চন্দ্র দাস (২৩), ঢাকা জেলার দোহার থানার কাঁঠালিয়া গ্রামের শামসুদ্দিনের ছেলে সালাউদ্দিন(৫১), নওগাঁ জেলার পরশা থানার দরিয়া গ্রামের সিদ্দিকুল ইসলামের মেয়ে মোসাম্মৎ সাথী পারভিন (৩০) ও ঠাকুরগাঁ জেলার হরিপুর থানার যামুন গ্রামের ফজলুর রহমানের ছেলে আরমান আলি (২৩)।
এক সপ্তাহ আগে ভারতীয় বিএসএফ তাদেরকে আটক করে সীমান্তে নিয়ে আসে। প্রাথমিক যাচাই-বাছাই শেষে তাদের দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে অবৈধভাবে ভারতের উত্তর প্রদেশ, মধ্যে প্রদেশ ও হায়দ্রাবাদ রাজ্যের বিভিন্ন অঞ্চলে বসবাস করছিলো।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available