রংপুর ব্যুরো: রংপুরে অর্জন (মডার্ন) মোড়ে আবারও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উঠেছে হোটেল শাহী মহলের বিরুদ্ধে। এ ঘটনায় বিচারের দাবিতে স্থানীয়রা রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে। এ সময় প্রায় এক ঘণ্টা রংপুর বিভাগের ৬ জেলার সঙ্গে ওই সড়ক পথে যানবাহন চলাচল বন্ধ ছিল।
অবশেষে প্রশাসন হোটেল সিলগালা করলে আন্দোলকারীরা সড়ক অবরোধ তুলে নেয়। এক ঘণ্টা পর সড়ক থেকে অবরোধ তুলে নিলে পুনরায় যানবাহন চলাচল শুরু হয়। অভিযুক্তদের এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
তাজহাট থানার ওসি মো. শাহজাহান আলী বলেন, ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল ৫টায় নগরীর অর্জন (মডার্ন) মোড়ের শাহী মহল আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে একজন নারী এবং পুরুষকে আটক করে স্থানীয়রা। পরে এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে স্থানীয়রা রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ও ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে এসে স্থানীয়দের দাবির মুখে হোটেলটি সিলগালার পর বন্ধ করে দেওয়া হয়।
পরে আন্দোলনকারীরা সেখান থেকে অবরোধ তুলে নিলে ঢাকার সাথে রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার সড়ক স্বাভাবিক হলে পুনরায় যানবাহন চলাচল শুরু হয়।
এর পরে রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান অভিযুক্ত নাটোর জেলার বড়াইগ্রাম থানার শুকুর আলীর ছেলে মনিরুল ইসলাম মঞ্জিল (৪০) ও রংপুরের পীরগাছা থানার এক নারীকে (৩০) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একমাসের কারাদণ্ড ও ৫শ টাকা জরিমানা অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড দেন।
এলাকাবাসীর অভিযোগ, হোটেল মালিক শাহজাদা রহমান রংপুর মহানগর ৩২নং নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি দীর্ঘদিন ধরে অনৈতিক কর্মকাণ্ডের জন্য হোটেল ভাড়া দিচ্ছেন। এতে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে।
হোটেল মালিক এর আগেও তার হোটেলের বাঙ্কারে অল্পবয়সী নারী-শিশুদের এনে লুকিয়ে রেখে যৌন ব্যবসা চালাতেন। এ নিয়ে খবর প্রকাশিত হলে পুলিশ সে সময় ওই হোটেলের বাঙ্কার থেকে একটি অপ্রাপ্ত বয়সের মেয়েকে উদ্ধার করে। এ ঘটনায় মামলা দায়ের হলে হোটেল ম্যানেজারের যাবজ্জীবন কারাদণ্ড দেন রংপুরের নারী-শিশু নির্যাতন দমন আদালত।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available