নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে বাসের ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিক্সার চালকসহ তিনজন নিহত হয়েছে। এসময় আরও তিনজন আহত হয়েছেন।
৬ অক্টোবর সোমবার দুপুরে উপজেলার গুনাইহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন- একই উপজেলার কালিকাপুর পূর্বপাড়ার আনসার আলী, পার্শ্ববর্তী লালপুর উপজেলার ধলা গ্রামের অটোরিক্সা চালক লরু প্রমাণিক এবং ধলা ঢাকাইয়া পাড়ার নয়ন আলী। এসময় আহত হন নিহত আনসার আলীর স্ত্রী রাজিয়া বেগম ও তার দুই ছেলে রানা ও রাসেল।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত (ওসি) মঞ্জুর মোর্শেদ জানান, বগুড়া থেকে কুষ্টিয়াগামী কল্পনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নাটোরের বড়াইগ্রামের গুনাইহাটি এলাকায় একটি ব্যাটারী চালিত অটোরিক্সাকে ধাক্কা দেয়। এতে অটোরিক্সাটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই অটোরিক্সার চালকসহ তিন জন মারা যান। এসময় গুরুতর আহত হন আরও তিনজন।
তিনি আরও জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেই সাথে নিহতদের মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসে। পরে পুলিশ নারায়নপুর এলাকা থেকে বাসটি জব্দ করলেও চালক ও তার সহকারী পালিয়ে যায়। এ বিষয়ে সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available