• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে আশ্বিন ১৪৩২ রাত ০১:৪১:৩৯ (10-Oct-2025)
  • - ৩৩° সে:

বুটেক্স ডিবেটিং ক্লাবের নতুন সভাপতি মার্শাল, সাধারণ সম্পাদক আশেক

৯ অক্টোবর ২০২৫ রাত ০৮:০২:০৪

সংবাদ ছবি

বুটেক্স প্রতিনিধি : বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ডিবেটিং ক্লাবের কার্যনির্বাহী পরিষদ ২০২৫–২৬ ঘোষণা করা হয়েছে ৷

নব্য-সভাপতির দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ৪৭তম ব্যাচের ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. মুনিম শাহরিয়ার অর্ণব (মার্শাল) এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই ব্যাচের ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আশেক এ রহমান।

Ad
Ad

৯ অক্টোবর বৃহস্পতিবার ক্লাবের অফিশিয়াল ফেসবুক পেজ হতে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।

Ad

নতুন কমিটিতে সিনিয়র জ্যেষ্ঠ সহ-সভাপতি হয়েছেন মো. রকিবুদ্দৌলা রনি এবং অন্যান্য সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আব্দুল ওয়াসেদ, জাফরিন মোস্তারী জোয়া, সাইমন ঢালি, আরাফ আলম রাফি, মাইশা হাসান তাহানি, সপ্তক বরুয়া মিছিল এবং ইমন দাস।

বুটেক্স ডিবেটিং ক্লাবের নতুন সভাপতি মো. মুনিম শাহরিয়ার অর্ণব (মার্শাল) বলেন, বুটেক্স ডিবেট ক্লাব সবসময় শিক্ষার্থীদের বুদ্ধি-মননের বিকাশে কাজ করে গেছে। বুটেক্সডিসি তার অর্জন আর বুদ্ধিমওা দিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের গৌরবকে সবসময় বহাল রেখেছে। তাই এই ক্লাবের উন্নয়নে আমি চেষ্টা করে যাবো। এছাড়াও আমি ধন্যবাদ জানাই আমার শিক্ষক ও সিনিয়রদের আমাকে এই দায়িত্বের যোগ্য মনে করার জন্য।

সাধারণ সম্পাদক আশেক এ রহমান বলেন, এটি অনেক বড় একটা দায়িত্ব, সকলের কাছে দোয়া প্রার্থী যেন যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারি এবং ক্লাবের সুনাম যেন ধরে রাখতে পারি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সংবাদ ছবি
নওগাঁয় বিশ্ব ডাক দিবস পালিত
৯ অক্টোবর ২০২৫ রাত ০৮:০৮:৫৪





Follow Us