ঢাকা কলেজ প্রতিনিধি: ৯ দফার দাবিতে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অন্তবর্তীকালীন প্রশাসকের নিকট স্মারক লিপি প্রদান করেছে সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।
১১ আগস্ট সোমবার দুপুর ১২টার দিকে অন্তর্বর্তীকালীন প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াসের নিকট স্মারকলিপি প্রদান করে শিক্ষার্থীরা।
এ সময় ঢাকা কলেজের শিক্ষার্থী ফাহাদ বলেন,অন্তর্বর্তী প্রশাসনকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। এই প্রশাসকের একজন পরীক্ষা নিয়ন্ত্রক ও রেজিস্টার থাকার কথা। কিন্তু অন্তর্বর্তীকালীন প্রশাসকের প্রধান নিয়োগ দেয়নি। এমনকি লোকবল নিয়োগ দিলে বাজেট দেওয়ার কথাও বলেছে ইউজিসি। অন্তর্বর্তী প্রশাসন ইচ্ছা করে নিয়োগ দেয়নি।
শিক্ষার্থীরা আরও বলেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে পরীক্ষা দেব না। আমাদের নিজ নিজ ক্যাম্পাসে এবং অন্তর্বর্তীকালীন প্রশাসকের অধীনে পরীক্ষা বাস্তবায়ন করতে হবে। যেসকল শিক্ষক আমাদের ক্লাস নেয় সেই শিক্ষকরাই আমাদের পরীক্ষার খাতা দেখবে।
প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের অন্তবর্তীকালীন প্রশাসক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, আজকের মধ্যে আমি কেন রাষ্ট্রপতিরও করার ক্ষমতা নাই। আমার কর্তৃপক্ষ ইউজিসি। ইউজিসিকে জানালে সরাসরি সিদ্ধান্ত নিবে। আর ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়মের বাহিরে যাবে না। আমাদের পক্ষ থেকে যতটুকু বলা সম্ভব ততটা বলেছি। আমরা তাদের বলেছি নন প্রমোশনের বিষয়টি তুলে দিলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে।
পরীক্ষা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা ব্যক্ত করে তিনি আরও বলেন, এরা যদি পরীক্ষা না দেয় ৮ মাস পিছিয়ে যাবে। ফেব্রুয়ারির আগে কিছু হবে না। অধ্যাদেশ জারি না হওয়া পর্যন্ত কোথাও নেওয়ার জায়গায় নাই। আমি রেজিস্ট্রেশন কার্ড নিয়ে পরীক্ষা দিতে বলেছি। ফি কমানোর যৌক্তিকতা থাকলে অবশ্যই কমবে।
নিজ ক্যাম্পাসে পরীক্ষা নেওয়ার বিষয়ে অধ্যাপক ইলিয়াস বলেন, একমাত্র বিশ্ববিদ্যালয় ছাড়া কোথাও পরীক্ষার কেন্দ্র পরিবর্তন হয় না। যখন নিজ নিজ ক্যাম্পাসে পরীক্ষা নেওয়া হবে তখন ছাত্র-শিক্ষক প্রতিপক্ষ হয়ে যাবে। হঠাৎ করে সিস্টেম ব্রেক করলে কেউ পরীক্ষা নিতে পারবে না।
শিক্ষার্থীদের দাবিসমূহ:
১.অন্তভর্তীকালীন প্রশাসক দ্বারা পরীক্ষা নিয়ন্ত্রণ করতে হবে।
২.রেজিস্ট্রেশনের সকল টাকা ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে জমা করতে হবে।
৩.নিজ নিজ ক্যাম্পাসে পরীক্ষা গ্রহণ করতে হবে।
৪.প্রশ্ন কাঠামো সাত কলেজের শিক্ষক দ্বারা প্রস্তুত করতে হবে এবং পরীক্ষার খাতা সাত কলেজের শিক্ষক দ্বারা মূল্যায়ন করতে হবে।
৫.পরীক্ষার ফলাফল ৪০ কর্মদিবসের মধ্যে প্রকাশ করতে হবে। নন-প্রমোটেড শিক্ষার্থীদের জন্য সাপি-মেন্টারি পরীক্ষার ব্যবস্থা করতে হবে এবং সিজিপিএ শর্ত বাতিল করতে হবে।
৬.ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসন (ভিসি) নিয়োগের সাথে সাথেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের সকল ডেটা হস্তান্তর করতে হবে।
৭.উপরোক্ত সকল দাবি ইউজিসি বা অন্তভর্তীকালীন প্রশাসন মেনে নিলেই আমরা ২০২৩-২৪ শিক্ষাবষের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহনে রাজি থাকবো।
৮.বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সকল তথ্য, বিজ্ঞপ্তি ও নির্দেশনা একমাত্র অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেইজে প্রকাশ করতে হবে, যাতে বিভ্রান্তি ও গুজব রোধ করা যায়।
৯.অধ্যাদেশ জারির পর দ্রুত সকল শিক্ষার্থীর তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সার্ভারে স্থানান্তর করে নির্ধারিত ডিজাইনের আইডি কার্ড প্রদান নিশ্চিত করতে হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available