• ঢাকা
  • |
  • সোমবার ৫ই কার্তিক ১৪৩২ সন্ধ্যা ০৭:৫৫:২৫ (20-Oct-2025)
  • - ৩৩° সে:

জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার বিচারের দাবিতে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ

২০ অক্টোবর ২০২৫ বিকাল ০৫:০১:৩০

সংবাদ ছবি

ঢাকা কলেজ প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রদল নেতা জুবায়েদ হোসেনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদ ও দোষীদের দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ঢাকা কলেজ ছাত্রদল।

২০ অক্টোবর সোমবার বেলা ১১টায় ঢাকা কলেজের শহীদ মিনার থেকে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহীদ মিনার থেকে শুরু হয়ে ঢাকা কলেজের আবাসিক হল পাড়া প্রদক্ষিণ করে বকুল চত্বরে গিয়ে শেষ হয়।

Ad
Ad

এসময় ঢাকা কলেজ ছাত্র দলের আহ্বায়ক পিয়াল হাসান বলেন- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী টিউশন করাতে গিয়ে কতিপয় উগ্র সন্ত্রাসী কর্তৃক হত্যার শিকার হয়েছে। আমরা দেখতে পেয়েছি সেই মরদেহ দীর্ঘক্ষণ সিরিতে পরেছিল,পরবর্তীতে যখন জবি ও ঢাবি শিক্ষার্থীসহ সারা বাংলাদেশের ছাত্রদল রাজপথে প্রতিবাদ জানায় তখন পুলিশ সেখানে গিয়ে সেই মরদেহ উদ্ধার করে।

Ad

তিনি আরও বলেন, আমরা এর আগেও দেখেছি ঢাবি শিক্ষার্থী সাম্য ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার শিকার হয়েছে। আমরা বুঝতে পেরেছি আইন আদালত যখন ভঙ্গুর অবস্থায় থাকে এবং রাষ্ট্র যখন সঠিক নিয়মে চলে না প্রশাসন যখন শক্তিশালী থাকে না ঠিক এমন পরিস্থিতিতেই অপরাধ ও হত্যাকাণ্ড বেড়ে যায়। আমরা ঢাকা কলেজ ছাত্রদলের পক্ষ থেকে জুবায়েদ হত্যার বিচার চাই।

এছাড়াও ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মামুনুর রশীদ বলেন- আমরা ইন্টিরিম গভমেন্টকে বলে দিতে চাই রাষ্ট্রে এই ধরনের হত্যাকাণ্ড যদি চলতে থাকে তাহলে আপনাদের কাজটা কি? দেশের আইনশৃঙ্খলার এত অবনতি কেন? আমরা দেখতি পারছি বর্তমানে দেশের বিভিন্ন জায়গায় একযোগে অগ্নিকাণ্ড সংঘটিত হচ্ছে। যেগুলো আসলে কোনো ষড়যন্ত্র কিনা, সেগুলোর কেনো সুষ্ঠু তদন্ত করে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারছেন না। তাহলে বুঝা যাচ্ছে আপনারা ব্যর্থ।

জবি শিক্ষার্থী হত্যাকাণ্ডে স্বরাষ্ট্র উপদেষ্টার পদক্ষেপের দাবি জানিয়ে তিনি আরও বলেন, আমরা আর দেখতে চাই না কেউ খুন করে বাহিরে ঘুরে বেড়াবে। বিচারহীনতা ছিল বিগত ফ্যাসিস্ট খুনি হাসিনার ১৬ বছর, আমরা কোনো ভাবেই আর সেই বিচারহীনতায় ভুগতে চাই না। যেহেতু জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে সেই ফ্যাসিস্ট খুনি হাসিনার পতন হয়েছে। আমরা চাই আর কোনো মায়ের বুক খালি না হোক আর কোনো শিক্ষার্থীর মরদেহ সিরিতে পরে না থাকুক। অবিলম্বে হত্যা কারিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। অন্যথায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথে এর কঠিন জবাব দিবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
মানিকগঞ্জ সাটুরিয়া বৃদ্ধার মরদেহ উদ্ধার
২০ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:১২:৫৪


সংবাদ ছবি
লোহাগড়ায় মহিলা বিষয়ক কর্মকর্তাকে শোকজ
২০ অক্টোবর ২০২৫ বিকাল ০৫:২৯:৫০

সংবাদ ছবি
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
২০ অক্টোবর ২০২৫ বিকাল ০৫:১৮:৩৪

সংবাদ ছবি
বকশীগঞ্জে সাপের ছোবলে ১ জনের মৃত্যু
২০ অক্টোবর ২০২৫ বিকাল ০৫:১৩:১৫


Follow Us