• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে শ্রাবণ ১৪৩২ সকাল ০৮:১৪:২২ (14-Aug-2025)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ, চলাচল বন্ধ

১৩ আগস্ট ২০২৫ দুপুর ১২:৫২:০৮

সংবাদ ছবি

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রেল ও সড়ক পথ অবরোধ করেছে শিক্ষার্থীরা। এতে বন্ধ হয়ে পড়েছে ঢাকার সাথে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ।

১৩ আগস্ট বুধবার সকাল ৯টায় পাবনা-ঢাকা মহাসড়কের উল্লাপাড়া রেল কসিং অবরোধ করে শিক্ষার্থীরা।

এতে রাজশাহী থেকে ঢাকাগামী যাত্রীবাহী সিলসিটি ট্রেনটি উল্লাপাড়া লাহিড়ী মোহনপুর স্টেশনে এবং ঢাকা থেকে রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেনটি কামারখন্দের জামতৈল রেলস্টেশনে দাঁড়িয়ে আছে। ফলে  যাত্রীরা পোহাচ্ছে দুর্ভোগ।

এসময় শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দীর্ঘ ৯ বছর পেরিয়ে গেলেও এখনো স্থায়ী ক্যাম্পাস নির্মাণ না হওয়ায় পড়াশোনার সঠিক মান না পাওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। দ্রুত দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ারও কথা জানান তারা।

উল্লেখ্য, ২০১৬ সালের ২৬ জুলাই জাতীয় সংসদে পাশ হয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। তারপর থেকে ভাড়া করা ভবনসহ অন্য শিক্ষাপ্রতিষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চলছে। এরপর মহাকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রাউতারা মৌজার ২৩৫ একর জায়গায় ২০১৮ সালে রবিন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য প্রস্তাবিত প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ৯ হাজার ২৩৮ কোটি টাকা।

তবে প্রকল্প সংশোধনের জন্য ৮ম বারে সর্বশেষ ২০২৫ সালে ১শ’ একর ভূমির উপর  ৫শ’ ১৯ কোটি ১৫ লাখ টাকা ব্যয় ধরে নতুন করে প্রস্তাব পাঠানো হয়। যা একনেকে অনুমোদেনের নীতিগত সিদ্ধান্তের পর্যায়ে থাকলেও পরিদর্শন শেষে ঢাকায় গিয়ে পরিবেশ উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এই ভূমিতে স্থাপনা না করার প্রস্তাব দেন।

এরপর থেকেই  বিক্ষোভে নেমেছে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সংবাদ ছবি
সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
১৩ আগস্ট ২০২৫ রাত ০৯:০২:৪৭