• ঢাকা
  • |
  • রবিবার ৯ই ভাদ্র ১৪৩২ বিকাল ০৫:০৮:২২ (24-Aug-2025)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

ইকসু’র দাবিতে একই প্লাটফর্মে ইবির সকল শিক্ষার্থী

২৪ আগস্ট ২০২৫ সকাল ১০:৪০:০৯

সংবাদ ছবি

ইবি প্রতিনিধি: স্বাধীন বাংলাদেশের প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় হওয়ার পরও দীর্ঘ ৪৫ বছর পরেও কেন্দ্রীয় ছাত্র সংসদ নেই কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি)। তবে সম্প্রতি এ নিয়ে সরব হয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

২৩ আগস্ট শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি করিডোরে ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ইকসু) গঠনের লক্ষ্যে শিক্ষার্থীদের একটি উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পূর্বঘোষিত এ সভায় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সাবেক সমন্বয়ক এস এম সুইট, শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসানসহ বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল সকল রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সাধারণ শিক্ষার্থীরা। এসময় ইকসু গঠনের উদ্দেশ্যে 'মুভমেন্ট ফর ইকসু' নামক একটি প্লাটফর্ম গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। 
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষার্থীদের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের নিবন্ধিত সামাজিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিকদের প্রতিনিধি এবং বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল সকল রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি নিয়ে এ প্লাটফর্ম গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ২৩ জন সদস্য নিয়ে প্রাথমিকভাবে মুভমেন্ট ফর ইকসু প্লাটফর্মটি দাড় করানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা যায়। তারা হলেন, বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর সম্মিলিত প্লাটফর্ম ঐক্যমঞ্চের আহ্বায়ক হাশেম আলী ও সদস্য সচিব ইমদাদুল হক, ইবি পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পঙ্কজ রায়, ইকসু গঠনের জন্য ইতিপূর্বে গঠিত 'ইকসু গঠন আন্দোলন' -এর মুখপাত্র বোরহান উদ্দিন, ইবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি ফারহানা নওশীন তিতলী, ইবি সাংবাদিক সমিতির সভাপতি তাজমুল জায়িম, ইবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজাহারুল ইসলাম, সিআরসি ইবি শাখার সাধারণ সম্পাদক ফারহানা আঁখি, ইবি খেলাফত ছাত্র মজলিসের সাধারণ সম্পাদক জুনায়েদ, কমিউনিকেশন এন্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের প্রতিনিধি শান্ত শিশির, আইন বিভাগের প্রতিনিধি সাকিব চাকলাদার, ইবি ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, ইবি ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান, ইসলামী ছাত্র আন্দোলন ইবি শাখার সভাপতি ইসমাইল হোসেন রাহাত, ইবি ছাত্র ইউনিয়নের সভাপতি নূর আলম, জমিয়তে তালাবিয়ে আরাবিয়া এর সেক্রেটারি শামীম, তালামিযের সেক্রেটারি আব্দুল ওয়াদুদ, আহলে হাদিসের সভাপতি শোয়াইব, আহলে হাদিস যবসংঘের সভাপতি ইয়াসির, সোচ্চার ইবি শাখার সভাপতি রাহাত আব্দুল্লাহ, ইবি ক্রিকেট ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, আদিবাসী যুম্ম সংগঠনের সভাপতি বাবলু মারমা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সাবেক সমন্বয়ক এস এম সুইট।

এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সাবেক সমন্বয়ক এস এম সুইট বলেন, ইকসু সকল ইবিয়ানের প্রাণের দাবি। দীর্ঘদিন ধরে আমরা ইকসু নিয়ে কথা বলে আসছি। কিন্তু প্রশাসন বারবার আইনের দোহাই দিয়ে যাচ্ছে। এবার তাই আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সকল স্টেকহোল্ডারদের এক করে ইকসু গঠনের জন্য আন্দোলন গড়ে তুলছি। আমরা আমাদের প্লাটফর্মটির নাম দিয়েছি 'মুভমেন্ট ফর ইকসু'। সকল ইবিয়ানই এর সদস্য।  আমরা কার্যক্রম পরিচালনার জন্য অল্প কিছু সদস্য দিয়ে শুরু করেছি। আমরা খুবই দ্রুত বিশ্ববিদ্যালয়ের ৩৬টি বিভাগ থেকে ছাত্র প্রতিনিধি সংযুক্ত করবো।

উল্লেখ্য, গত ২১ আগস্ট বৃহস্পতিবার রাত নয়টায় বিশ্ববিদ্যালয় ক্যাফেটেরিয়ায় ইবির আট শিক্ষার্থী একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে 'ইকসু গঠন আন্দোলন' নামে একটি প্লাটফর্মের ঘোষণা করেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










সংবাদ ছবি
কালিয়াকৈরে অস্ত্রসহ ৫ ডাকাত আটক
২৪ আগস্ট ২০২৫ দুপুর ০২:৫৯:১৩