মোস্তফা কামাল (পলাশ): আজ ১৫ আগস্ট শুক্রবার সকাল ৮টার সময় জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্রে দেখা যাচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন জেলার উপরে বৃষ্টি-যুক্ত ঘন মেঘের উপস্থিতি রয়েছে। গতকাল বৃহস্পতিবার যে সকল জেলার উপরে বৃষ্টিপাত হয়েছে আজ শুক্রবার আবারও সেই সকল জেলার উপরে বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। আজও বাংলাদেশের দক্ষিণাঞ্চলের দিকে বৃষ্টিপাত বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ, খুলনা, বরিশাল, ও চট্রগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ার আশংকা করা যাচ্ছে। ভারতের ত্রিপুরা রাজ্য, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার রাজ্যের উপরেও বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ার আশংকা করা যাচ্ছে।
আজ শুক্রবার সকাল ৮টার পর থেকে আগামীকাল শনিবার সকাল ৮টার মধ্যে নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টির আশংকা করা যাচ্ছে।
সিলেট বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় সিলেট বিভাগের সুনামগঞ্জ ও সিলেট জেলায় বৃষ্টি হচ্ছিল। আজ শুক্রবার দিনের বিভিন্ন সময়ে সিলেট বিভাগের সকল জেলার উপরে একাধিকবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে, সিলেট বিভাগের উত্তর দিকের জেলাগুলোর উপরে অপেক্ষাকৃত বেশি পরিমাণে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।
ময়মনিসংহ বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় ময়মনিসংহ বিভাগের নেত্রকোনা ও ময়মনসিংহ জেলায় বৃষ্টি হচ্ছিল। আজ শুক্রবার দিনের বিভিন্ন সময়ে ময়মনিসংহ বিভাগের সকল জেলার উপরে একাধিকবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অপেক্ষাকৃত ভারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে নেত্রকোনা ও ময়মনসিংহ জেলার উপরে সকাল ৭টার পর থেকে সকাল ১০টার মধ্যে। শেরপুর ও জামালপুর জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল ৯টার পর থেকে বিকেল ৫টার মধ্যে। তীব্র বজ্রপাতের আশংকা করা যাচ্ছে ময়মনিসংহ বিভাগের সকল জেলার উপর।
বরিশাল বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় বরিশাল বিভাগের পটুয়াখালী ও ভোলা জেলায় বৃষ্টি হচ্ছিল। আজ শুক্রবার বরিশাল বিভাগের সকল জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অপেক্ষাকৃত ভারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে পটুয়াখালী, বরিশাল, ঝালকাঠি জেলার উপরে সকাল ৮টার পর থেকে সকাল ১১টার মধ্যে। বরিশাল বিভাগের অন্যান্য জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল ৯টার পর থেকে বিকেল ৫টার মধ্যে।
চট্টগ্রাম বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় চট্টগ্রাম বিভাগের নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় বৃষ্টি হচ্ছিল। আজ শুক্রবার চট্টগ্রাম বিভাগের উত্তর দিকের সকল জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে ফেনী, নোয়াখালী, কুমিল্লা দক্ষিণ, চাঁদপুর, লক্ষ্মীপুর জেলার উপরে সকাল সকাল ১০টার পর থেকে বিকেল ৫টার মধ্যে। খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর ১২টার পর থেকে রাত ৮টার মধ্যে।
রাজশাহী বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় রাজশাহী বিভাগে নাটোর জেলায় বৃষ্টি হচ্ছিল। সকাল ৮টার পর থেকে দুপুর ১২টার মধ্যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দুপুর ১২টার পর থেকে রাত ৮টার মধ্যে রাজশাহী বিভাগের অন্যান্য জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
খুলনা বিভাগ: সকাল ১১টার পূর্বে খুলনা বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। সকাল ১১টার পর থেকে রাত ৮টার মধ্যে খুলনা বিভাগের বিভিন্ন জেলার উপর হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সকাল ১০টার পর থেকে বিকেল ৫টার মধ্যে খুলনা বিভাগের উত্তর উপকূলীয় জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অপেক্ষাকৃত ভারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, যশোর, ঝিনাইদহ জেলার উপরে।
রংপুর বিভাগ: সকাল ৯টার পর থেকে দুপুর ৩টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, ও কুড়িগ্রাম জেলার উপরে। গাইবান্ধা, রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাও জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া দুপুর ১২টার পর থেকে রাত ১২টার মধ্যে।
ঢাকা বিভাগ: সকাল ১১টার পূর্বে ঢাকা বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। তবে দুপুর ১২টার পর থেকে রাত ৮টার মধ্যে ঢাকা বিভাগের বিভিন্ন জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
লেখক: প্রধান আবহাওয়াবিদ, আবহাওয়া ডট কম, আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক, স্কুল অফ এনভাইরোমেন্ট এন্ড সাস্টেনিবিলিটি, সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়, সাসকাটুন, কানাডা।
Email: kamaluw@gmail.com
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available