• ঢাকা
  • |
  • শনিবার ১লা ভাদ্র ১৪৩২ সন্ধ্যা ০৬:৪১:১৭ (16-Aug-2025)
  • - ৩৩° সে:

বিনোদন

দ্য মিস গ্লোব বাংলাদেশ ২০২৫-এর মুকুট জিতলেন জেসমিমা জেমিম

১৬ আগস্ট ২০২৫ বিকাল ০৪:২৯:৫৮

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: জেসমিমা জেমিমের মাথায় পরানো হলো দ্য মিস গ্লোব বাংলাদেশ ২০২৫-এর মুকুট। ১৬ আগস্ট শনিবার রাজধানীর গুলশানের রেজুভা ওয়েলনেসে আয়োজিত অভিষেক অনুষ্ঠানে তাকে এ মুকুট পড়ানো হয়।

দ্য মিস গ্লোব বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা, যার ৫০ বছরেরও বেশি ঐতিহ্য রয়েছে। এই প্রতিযোগিতায় কেবল বাহ্যিক সৌন্দর্য নয়, বরং বুদ্ধিমত্তা, প্রতিভা এবং সাংস্কৃতিক মূল্যবোধকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত আন্তর্জাতিক এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আলবেনিয়ায়। এর গ্র্যান্ড ফিনালে হবে ১৫ অক্টোবর।

দ্য মিস গ্লোবে বাংলাদেশের যাত্রা শুরু হয় ২০২৪ সালে। ফাহমিদা সুলতানা দিমা প্রথমবারের মতো এই মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করেন। তার সৌন্দর্য, বুদ্ধিমত্তা ও সাংস্কৃতিক প্রচারণার মাধ্যমে তিনি দর্শকদের মন জয় করেন এবং হেড-টু-হেড চ্যালেঞ্জে শীর্ষ ৬-এ স্থান অর্জন করে বাংলাদেশের জন্য ইতিহাস তৈরি করেন। বর্তমানে তিনি দ্য মিস গ্লোব বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন এবং জার্মানির বার্লিনভিত্তিক আন্তর্জাতিক পেজেন্ট প্রশিক্ষণ প্রতিষ্ঠান দ্য কুইন্স ক্যাম্পের সঙ্গে একযোগে কাজ করছেন। এই সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের প্রতিনিধি বিশ্বমানের প্রশিক্ষণ পাবেন, যা ৬০টিরও বেশি দেশের প্রতিযোগীদের সঙ্গে সমানে লড়াই করার জন্য বড় পদক্ষেপ।

অনুষ্ঠানে ফাহমিদা সুলতানা দিমা আশা প্রকাশ করেন যে, ২০২৫ সালে বাংলাদেশ আরও বড় অর্জন করবে।

জেসমিমা জেমিম তার অসাধারণ উপস্থিতি, আত্মবিশ্বাস ও প্রতিভার জন্য পরিচিত। এখন আলবেনিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক আসরের জন্য প্রস্তুতি নেবেন দ্য কুইন্স ক্যাম্প-এর তত্ত্বাবধানে। মুকুট পাওয়ার পর জেসমিমা বলেন, “বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারা আমার জন্য গর্বের, আমি আন্তর্জাতিক মঞ্চে সেরাটা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি।”

অভিষেক অনুষ্ঠানে নতুন রানিকে স্যাশ পরিয়ে দেন রেজুভা ওয়েলনেস-এর প্রতিষ্ঠাতা ও মালিক ড. তাহিদা রহমান ইরীন, যিনি দেশের স্বাস্থ্যসেবা ও নারীর ক্ষমতায়নে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। মুকুট পরিয়ে দেন মিস আওরা বাংলাদেশ ২০২৩ ইসরাত শারমিন খান, যিনি একজন সফল মডেল ও ফ্যাশন ডিজাইনার এবং আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন।

ঘোষণা দেওয়া হয়, যদি কোনো কারণে বিজয়ী আন্তর্জাতিক মঞ্চে অংশগ্রহণ করতে না পারেন, তবে প্রথম রানার-আপ মুক্তা বাইন তার স্থলাভিষিক্ত হবেন। যদিও তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না, তাকে তার দায়িত্ব ও সম্মান সম্পর্কে আগেই অবহিত করা হয়েছে।

বাংলাদেশের আশা এখন জেসমিমা জেমিমের দিকে, যিনি ২০২৪ সালের অর্জনকে ছাড়িয়ে গিয়ে দেশের জন্য আরও গৌরব বয়ে আনবেন বলে প্রত্যাশা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
রানীনগর ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
১৬ আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৬:৩১:০৪



সংবাদ ছবি
৩ বিভাগে ভারী বর্ষণের শঙ্কা
১৬ আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৬:১১:৪৬