ক্রীড়া ডেস্ক: ফেসবুকে একে অপরের নাম উল্লেখ না করেও তীব্র বাক্য বিনিময় করলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। সাকিবের রাজনৈতিক পরিচয় (আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য) ঘিরেই এই বিতর্কের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
২৮ সেপ্টেম্বর রোববার রাত ১০টার দিকে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তার ফেসবুকে একটি ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দেন। তিনি লেখেন-‘একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে। বাট আই ওয়াজ রাইট। এন্ড অব দ্য ডিসকাশন।’ যদিও আসিফ মাহমুদ কারও নাম উল্লেখ করেননি, তবে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই মনে করছেন তার ইঙ্গিতটা সাকিব আল হাসানের দিকেই।
কারণ, এর এক ঘণ্টা আগে, রাত ৯টার দিকে সাকিব তার ফেসবুকে গত বছর গণ-অভ্যুত্থানের পর পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেন। ছবির ক্যাপশনে সাকিব লেখেন, ‘শুভ জন্মদিন, আপা।’
আসিফ মাহমুদের স্ট্যাটাস যে সাকিবও বুঝতে পেরেছেন, তা স্পষ্ট হয়েছে পরে তার দেয়া আরেকটি স্ট্যাটাসে। বাংলাদেশ সময় রাত ১১টা ২০ মিনিটের দিকে সাকিব নিজের ফেসবুকে লেখেন- ‘যাক শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেয়া হলো না, বাংলাদেশের জন্য খেলতে পারলাম না!’
এই স্ট্যাটাসটি সাকিব শেষ করেছেন এক বার্তা দিয়ে, যেখানে তিনি লিখেছেন, ‘ফিরব হয়তো কোনো দিন আপন মাতৃভূমিতে, ভালোবাসি বাংলাদেশ।’
প্রসঙ্গত, গত বছর ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের সময় সাকিব আল হাসান কানাডায় ছিলেন। নৌকা প্রতীকে দ্বাদশ সংসদ নির্বাচনে সংসদ সদস্য হওয়া সাকিব এরপর আর দেশে ফিরতে পারেননি। তার নামে মামলাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। গত বছর অক্টোবরে তিনি দেশে ফিরে শেষ টেস্ট খেলতে চাইলেও, সরকারের সবুজ সংকেত না পেয়ে মাঝপথেই যুক্তরাষ্ট্রে ফিরে যান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available