• ঢাকা
  • |
  • সোমবার ৩রা ভাদ্র ১৪৩২ বিকাল ০৪:৫৮:৪৯ (18-Aug-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

গলাচিপায় জাতীয় মৎস্য সপ্তাহ পালন

১৮ আগস্ট ২০২৫ বিকাল ০৩:১৯:৩২

সংবাদ ছবি

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপায় পালিত হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ–২০২৫।

১৮ আগস্ট সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুল হাসান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম, গণ অধিকার পরিষদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও মৎস্যজীবী দলের স্থানীয় নেতৃবৃন্দ। এছাড়াও বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, জেলে ও মাছচাষিরা অংশ নেন।

বক্তারা বলেন, দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হলো মৎস্য খাত। মাছ উৎপাদন বৃদ্ধি ও প্রাকৃতিক প্রজাতি সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে।

আলোচনা সভা শেষে সফল মাছচাষি ও জেলেদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ ছাড়া মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ, ভ্রাম্যমাণ প্রদর্শনী ও গণসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

উপস্থিত বক্তারা স্থানীয় জেলেদের জীবিকা রক্ষা ও টেকসই মৎস্য উৎপাদনে সরকার ঘোষিত নীতিমালা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সংবাদ ছবি
নতুন দল গঠনের ঘোষণা
১৮ আগস্ট ২০২৫ বিকাল ০৩:২১:৩০

সংবাদ ছবি
গলাচিপায় জাতীয় মৎস্য সপ্তাহ পালন
১৮ আগস্ট ২০২৫ বিকাল ০৩:১৯:৩২

সংবাদ ছবি
টঙ্গীতে অস্ত্র ও গুলি উদ্ধার
১৮ আগস্ট ২০২৫ বিকাল ০৩:০৬:৩৬