• ঢাকা
  • |
  • সোমবার ৩রা ভাদ্র ১৪৩২ বিকাল ০৫:৩৭:৫৯ (18-Aug-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

নওগাঁয় গাঁজা-ফেন্সিডিল ও দেশীয় অস্ত্রসহ মাদক কারবারি গ্রেফতার

১৮ আগস্ট ২০২৫ বিকাল ০৪:১২:১৫

সংবাদ ছবি

নওগাঁ প্রতিনিধি: র‍্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মান্দা থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ১৯৩.৩ কেজি গাঁজা ও ২১ বোতল ফেন্সিডিল এবং ৪টি দেশীয় অস্ত্র (রামদা) উদ্ধার করা হয়। এ সময় একজন চিহ্নিত ও কুখ্যাত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

র‍্যাব-৫ এর এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতার ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত ছিল এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অস্ত্রের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মান্দা থানায় মামলা দায়ের করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, “মাদক ও অস্ত্র ব্যবসার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে এই ধরনের অপরাধ নির্মূল করতে আমরা বদ্ধপরিকর।’

এ অভিযানের মাধ্যমে র‍্যাব-৫ আবারও প্রমাণ করলো যে, তারা দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় সদা প্রস্তুত এবং মাদক ও অস্ত্র ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










সংবাদ ছবি
নতুন দল গঠনের ঘোষণা
১৮ আগস্ট ২০২৫ বিকাল ০৩:২১:৩০