ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবাড়ীতে পাগলা কুকুরের কামড়ে আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। তাদের মধ্যে শিশুও রয়েছে । আতঙ্কে ঘর থেকে বের হচ্ছে না স্থানীয়রা।
৩০ জুলাই বুধবার সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার হারিনাতেলীতে ৪-৫ জন, মাধববাড়ি ২-৩ জন, নল্যা ও বিলাসপুর গ্রামের কয়েকজনকে পাগলা কুকুরের কামড়ে আহতের ঘটনা ঘটে।
ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, ‘কুকুরে কামড়ানো পর যতদ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে আসতে হবে। আক্রান্ত ব্যক্তিকে প্রয়োজনীয় ভ্যাকসিন দিতে হবে।’
তিনি আরও বলেন, সকাল থেকে কুকুরের কামড়ের রোগী আসছে হাসপাতালে। কুকুরে কামড় দেওয়া রোগীদের সাধ্যমতো চিকিৎসা চালিয়ে যাচ্ছি। গুরতর আহত রোগীদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। একসঙ্গে ধনবাড়ীর বিভিন্ন এলাকায় কুকুরের আক্রমণে অনেক মানুষ আহত হয়। এমন পরিস্থিতিতে পাগলা কুকুরগুলো বন্ধী করা না হলে ভয়াবহতা বাড়তে পারে।’
স্থানীয় স্বেচ্ছাসেবক টিমের সদস্য সৈয়দ খান সৈকত বলেন, ধনবাড়ীতে কুকুরের উপদ্রব বাড়ছে অনেক। বিষয়টা খুবই মর্মান্তিক। উপজেলা থেকে বা কীভাবে ব্যবস্থা নিলে এসব উপদ্রব থেকে মানুষ নিরাপদ থাকবে সেবিষয়ে সবার দৃষ্টি আকর্ষণ ও দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান ।
উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা সুবোধ বলেন, ‘কয়েক ঘণ্টার ব্যবধানে ধনবাড়ীর বিভিন্ন এলাকার বেশ কিছু মানুষকে কুকুরে কামড় দিয়েছে। এ বিষয়টি খুব আতঙ্কের দ্রুত ব্যবস্থা গ্রহণের চেষ্টা চলতেছে।’
ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, এ বিষয়টি নিয়ে আমাদের একটি টিম সকাল থেকেই মাঠে কাজ করছে । এ ছাড়াও কুকুর থেকে দূরে থাকতে এলাকার জনপ্রতিনিধিদের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available