বামনা (বরগুনা) প্রতিনিধি: বরগুনার বামনা উপজেলার ৪নং ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবু ছালেহ’র বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে তাকে অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ওই ইউনিয়নের জনগণ।
১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকালে ইউনিয়ন পরিষদের সামনে সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় বক্তারা নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবু ছালেহকে দ্রুত অপসারণ দাবি করেন।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, প্যানেল চেয়ারম্যান একজন দুর্নীতিবাজ। সে ভিডব্লিউবি এর আওতায় ৩০ কেজি চালের কার্ড বিতরণে টাকার বিনিময়ে গরিবের পরিবর্তে ধনীদের মাঝে বিতরণ করেছে। এছাড়াও বিভিন্ন প্রকল্পে নানা ধরনের অনিয়ম করেছে। অনতিবিলম্বে প্যানেল চেয়ারম্যান আবু ছালেহকে অপসারণসহ তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য সরকারের নিকট জোর দাবি জানান।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন আমিন মোল্লা, সোহেল রানা, আসমা, সুমি ও কামালসহ অনেকে।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিলে বিক্ষুব্ধ জনতা আবু ছালেহ এর অপসারণের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়। মিছিলটি ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে গুদিঘাটা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সড়কের সামনে এসে শেষ হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available