সিনিয়র স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ : ২০১৫ সালের এক জরিপে বাংলাদেশের ধনী জেলার তালিকার প্রথমে উঠে আসে নারায়ণগঞ্জ জেলার নাম। দৈনিক আয়ের হিসেবে দুই দশমিক ছয় শতাংশ দারিদ্রের হার নিয়ে নারায়ণগঞ্জ জেলার নাম ধনীর তালিকার শীর্ষে উঠে আসে।
যেখানে গাজীপুর জেলার নাম ৪ নাম্বারে এবং রাজধানী ঢাকা জেলার নাম আসে ৭ নাম্বারে। সৃষ্টির শুরু থেকেই শিল্প ও বাণিজ্য নগরী হিসেবে খ্যাতি পাওয়া নারায়ণগঞ্জ জেলায় বেড়ে চলছে জনসংখ্যার চাপ। বিশেষ করে দেশের বিভিন্ন অঞ্চল থেকে লোকজন জীবিকার তাগিদে নারায়ণগঞ্জ শহর ও শহর-সংলগ্ন এলাকায় এসে জড়ো হওয়ায় শহরে জনসংখ্যার চাপ বৃদ্ধি পাচ্ছে খুবই দ্রুত।
অথচ দেশের এমন একটি গুরুত্বপূর্ণ জেলার শহরে নেই কোন ফুটওভার ব্রিজ। যার ফলে প্রতিদিন লক্ষ লক্ষ লোককে জীবনের ঝুঁকি নিয়েই পার হতে হচ্ছে রাস্তা। শহরবাসীর দীর্ঘদিনে দাবি শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়াসহ ২নং রেলগেট ও ১নং রেলগেট এলাকায় ফুটওভার ব্রিজ নির্মাণ করার বিষয়ে শহরের কোন জনপ্রতিনিধি কিংবা প্রশাসনকে কার্যকর কোন উদ্যোগ নিতে দেখা যায়নি।
এর আগে বিভিন্ন সময় ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি উঠলেও নকশা জটিলতাসহ বিভিন্ন কারণ দেখিয়ে তা আর বাস্তবায়নের চেষ্টা করা হয়নি বলে নারাায়ণগঞ্জবাসীর অভিযোগ। যুগ যুগ ধরে নকশা জটিলতার মূলা ঝুলিয়ে শহরবাসীকে ভোগান্তিতে ফেলে রাখার পরও সেই নকশা পরিবর্তন বা শহরের প্রকৃত উন্নয়নের কোন চেষ্টা করা হয়নি বলে মনে করেন সচেতন মহল।
নারায়ণগঞ্জ নগরীর প্রাণ কেন্দ্র হিসেবে পরিচিত চাষাঢ়া এলাকায় ফুটওভার ব্রিজ না থাকায় স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ নানা পেশার লোকজনকে জীবনের ঝুঁকি নিয়ে ব্যস্ততম সড়ক পারাপার হতে হচ্ছে। এতে প্রায়ই দুর্ঘটনার শিকার হয়ে হতাহত হতে হচ্ছে পথচারীদের। নির্বাচনের আগে সবাই উন্নয়নের আশ্বাস দিলেও ক্ষমতায় যাওয়ার পর আর সেই উন্নয়নের দ্বারে কাছেও কেউ আগান না। অনেকটা ‘যে যায় লঙ্কা, সে হয় রাবন’ প্রবাদ বাক্যের মতোই হয়ে যায় তাদের আচরণ।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, এক সময়ের প্রাচ্যের ডান্ডি খ্যাত নারায়ণগঞ্জ নগরীর প্রাণ কেন্দ্র হচ্ছে চাষাঢ়া। চাষাঢ়া থেকে শুরু হয়েছে ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্ক, ঢাকা-ফতুল্লা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক ও নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়ক। আর এসব সড়কগুলো চাষাঢ়ায় এসে মিলিত হয়েছে নারায়ণগঞ্জের একমাত্র এবং প্রধান সড়ক বি বি রোডে। এই রোডের উপর দিয়ে প্রতিদিন কয়েক লক্ষ লোকের চলাচল। চাষাঢ়ার পাশেই অবস্থিত নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার, চাষাঢ়া সংলগ্ন এলাকায় অবস্থিত নারায়ণগঞ্জের দুটি প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান, নারায়ণগঞ্জ সরকারি তোলারাম বিশ্ববিদ্যালয় কলেজ ও সরকারি মহিলা কলেজ। এছাড়া একাধিক প্রাথমিক মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি বেসরকারি বিভিন্ন অফিস আদালতের কার্যালয়। গড়ে উঠেছে একাধিক শপিংমলসহ বিভিন্ন ব্যবসায়ী কেন্দ্র।
জেলা পরিষদ, জেলা প্রশাসকের কার্যালয়, জেলা পুলিশ সুপারের কার্যাল ও আদালতসহ বিভিন্ন সরকারি দপ্তর এবং সেবা প্রতিষ্ঠানের যাতায়াতও এই সড়ক ব্যবহারের মাধ্যমে। তাই এই এলাকা দিয়ে প্রতিদিন লক্ষ লক্ষ লোককে নিরাপত্তার ঝুঁকি নিয়েই রাস্তা পারাপার হতে হয়। এতে করে শিশু, বৃদ্ধ ও মহিলাসহ অসুস্থ রোগীদের সড়ক পার হতে নানা ভোগান্তিতে পড়তে হচ্ছে। তাই এখানে ফুটওভার ব্রিজ নির্মাণ করা অতি জরুরি হয়ে পড়েছে। সচেতন মহলের মতে এখানে অন্তত আরও দশ বছর আগেই ফুটওভার ব্রিজ নির্মাণ করা প্রয়োজন ছিল।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available