• ঢাকা
  • |
  • সোমবার ৩১শে ভাদ্র ১৪৩২ বিকাল ০৫:০৬:৪৫ (15-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

জাজিরায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও নবীনবরণ

১৫ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৩:৩৩:৩৮

সংবাদ ছবি

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের জাজিরায় ২০২৪ সালে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং ২০২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১৫ সেপ্টেম্বর সোমবার জাজিরা কলেজ এন্ড বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা পরিষদের উপসচিব মো. নজরুল ইসলাম। তিনি বলেন, “শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ। যারা জিপিএ-৫ অর্জন করেছে, তারা শুধু পরিবার নয়, পুরো এলাকার গর্ব। শিক্ষা ও নৈতিকতার সমন্বয়ে তারা যেন দেশকে এগিয়ে নিয়ে যায়, সেটিই আমাদের প্রত্যাশা।”

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এরপর অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয় কলেজ কর্তৃপক্ষ। কলেজের অধ্যক্ষের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, কলেজ গভর্নিং বডির সদস্য এবং বিশিষ্ট শিক্ষাবিদরা।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদ ও ফুল তুলে দেওয়া হয়। অভিভাবকরাও তাদের সন্তানদের এই অর্জনে আনন্দ প্রকাশ করেন। কৃতি শিক্ষার্থীদের মধ্যে অনেকে ভবিষ্যতে চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক ও প্রশাসক হওয়ার স্বপ্ন ব্যক্ত করেন।

এ সময় বক্তারা বলেন, কেবল ভালো রেজাল্ট করাই যথেষ্ট নয়; শিক্ষার্থীদের চরিত্র গঠন, সামাজিক দায়িত্ববোধ ও দেশপ্রেমের শিক্ষা গ্রহণ করতে হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
রায়পুরায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
১৫ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:০৩:১৬



সংবাদ ছবি
মুরাদনগরে ব্যস্ত প্রতিমা তৈরির মৃৎশিল্পীরা
১৫ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৪:২৭:০৮

সংবাদ ছবি
কাশিয়ানীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ
১৫ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৪:১৭:২০


সংবাদ ছবি
মির্জা ফখরুল-গয়েশ্বর-আব্বাসসহ ৭৭ জনকে অব্যাহতি
১৫ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৩:৪০:৩৭