• ঢাকা
  • |
  • শনিবার ২২শে ভাদ্র ১৪৩২ রাত ১০:৩১:৫৭ (06-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

নিয়ামতপুরে নিখোঁজের ৩ দিন পর শিশু মমতার মরদেহ উদ্ধার

৬ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:২৪:১৭

সংবাদ ছবি

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে নিখোঁজের তিনদিন পর মমতা (১১)  নামের এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

৬ সেপ্টেম্বর শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের তল্লা বদলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

শিশুটির সাথে কি হয়েছে, কী কারণে এমন ঘটনা তার সঠিক কারণ এখনও পর্যন্ত নির্ণয় করতে পারেনি পুলিশ। তারা বলছেন ময়নাতদন্তের পরই জানা যাবে আসল কারণ।

মমতা ওই এলাকার মিনহাজুল ইসলামের মেয়ে। বাড়ি থেকে স্কুলের দূরত্ব ৩০০ ফিট দূরে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শিশু মমতা গত ৪ সেপ্টেম্বর তল্লা বদলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী। ওইদিন সকালে স্কুলে যাবার পথে নিখোঁজ হয়। পরিবারের সদস্য ও পুলিশ অভিযান চালিয়েও কূলকিনারা পাচ্ছিল না। আজ পুকুরের পাশ এক মহিলা হেঁটে যাওয়ার সময় বিকট গন্ধে সন্দেহ হলে আশেপাশের লোকজনকে জানালে তারা এসে মমতার মরদেহ দেখতে পেলে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনার সাথে জড়িত সন্দেহে একজনকে ইতোমধ্যে গ্রেফতার করেছে পুলিশ।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ঘটনার সাথে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সংবাদ ছবি
খুব শীঘ্রই দেশে ফিরছেন তারেক রহমান: ডা. জাহিদ
৬ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪৭:৪৭





সংবাদ ছবি
কালিয়াকৈরে সাংবাদিকের উপর হামলার অভিযোগ
৬ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:২৯:০৯