• ঢাকা
  • |
  • শনিবার ২২শে ভাদ্র ১৪৩২ রাত ০৮:৪২:৪৬ (06-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

ফটিকছড়িতে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

৬ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:০৬:৪৬

সংবাদ ছবি

ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ির লেলাং ইউনিয়নে মোহাম্মদ আলী (৬০) নামে এক বৃদ্ধের রহস্যজনক মৃত্যু ঘটেছে।

৫ সেপ্টেম্বর শুক্রবার রাতে ইউনিয়নের ৭নং ওয়ার্ডের গোপালঘাটা গ্রামের আবদুল মুন্সির বাড়িতে এ ঘটনা ঘটে।

স্বজনদের দাবি, মোহাম্মদ আলী গরুর গোয়াল ঘরে গলায় রশি ঝুলিয়ে আত্মহত্যা করেন। পুলিশকে না জানিয়ে তাকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে মরদেহ বাড়িতে আনার পর পুলিশ গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় নিহতের ছেলে নোবেলকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিলেও পরে স্থানীয় জনপ্রতিনিধি ও স্বজনদের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে।

এদিকে, বিশ্বস্ত সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে মোহাম্মদ আলীর বিরুদ্ধে একটি বলাৎকারের অভিযোগে স্থানীয় সালিশ বৈঠক হওয়ার কথা ছিল। বৈঠকের আগেই পারিবারিক মানসম্মান রক্ষায় ছেলে নোবেল তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করেন বলে অভিযোগ উঠেছে। ধারণা করা হচ্ছে, হয় ছেলের টর্চারে মোহাম্মদ আলীর মৃত্যু হয়েছে, না হয় অপমানবোধ থেকে তিনি আত্মহত্যার পথ বেছে নেন।

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আহমদ বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় ইউডি মামলা হবে। বলাৎকারের ঘটনার বিষয়েও আমরা শুনেছি, তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) তারেক আজিজ জানান, মরদেহ উদ্ধার করে পোস্ট মর্টেমে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের উপর ভিত্তি করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। বৃদ্ধের ছেলে অসংলগ্ন কথা বলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে নিয়ে আসা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে জনপ্রতিনিধির জিম্মায় দেয়া হয় বলেও জানান তিনি। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
খুব শীঘ্রই দেশে ফিরছেন তারেক রহমান: ডা. জাহিদ
৬ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪৭:৪৭





সংবাদ ছবি
কালিয়াকৈরে সাংবাদিকের উপর হামলার অভিযোগ
৬ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:২৯:০৯

সংবাদ ছবি
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের বগি লাইনচ্যুত
৬ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:১৩:০৫


সংবাদ ছবি
ফটিকছড়িতে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু
৬ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:০৬:৪৬