• ঢাকা
  • |
  • সোমবার ১৭ই ভাদ্র ১৪৩২ রাত ১১:৩৩:৩৪ (01-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

সাঘাটায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন

১ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৮:১২:০৮

সংবাদ ছবি

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটায় মোটা অঙ্কের অর্থ আদায়ের জন্য, স্বামী আশিক মিয়াসহ ৭ জনের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ মামলায় হয়রানির অভিযোগের প্রতিবাদে ভুক্তভোগী ও এলাকাবাসীর আয়োজনে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

১ সেপ্টেম্বর সোমবার বিকেলে উপজেলার ওসমানের পাড়া সতিতলা (সাহেব বাজারে) মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, সতিতলা দাখিল মাদ্রাসার সুপার শহিদুল ইসলাম, সহকারী শিক্ষক শেরেকুল ইসলাম, সমাজসেবক মোহাম্মদ আলী, আহসান হাবীব রাশেদসহ আরও অনেকে।

সরেজমিনে গিয়ে জানা যায়, সাঘাটা উপজেলার ওসমানের পাড়া গ্রামের আসাদুল ইসলামের ছেলে আশিক মিয়া (১৮) এর সাথে গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ভাগ গরিব গ্রামের নাজিম উদ্দিনের মেয়ে কাকুলীর সাথে গত বুধবার ২ লক্ষ ৩০ ত্রিশ হাজার টাকা দেন মোহর ধার্য করে পারিবারিক ভাবে আনুষ্ঠানিকতার মাধ্যমে বিয়ে হয়। বিয়ের পর স্বামীর বাড়িতে গত বৃহস্পতিবার স্বামী স্ত্রী বাসর করে। মেয়ের বাড়ি কোচশহরে ভাগ গরিব গ্রামে স্বামী স্ত্রীসহ ৬ জন কোল ধরা মেয়ের বাড়িতে যায়। মেয়ের অভিভাবকরা মোটা অঙ্কের অর্থ আদায়ের জন্য, মানসিক সমস্যা গ্রস্ত মেয়ে বিয়ে দিয়ে ফন্দি আটেন এবং তাদের ফাঁসানোর জন্য মেয়ের পরিবারের লোকজন স্বামীসহ ৭ জনকে নির্যাতন করে গোবিন্দগঞ্জ থানা পুলিশের নিকট মিথ্যা ধর্ষণের অভিযোগে আটক করে। পরে তাদের সাঘাটা থানায় হস্তান্তর করে। এদিকে মিথ্যা ধর্ষণ মামলায় প্রাথমিকভাবে কোনো প্রমাণ না পেয়ে থানা পুলিশ ৬ জনকে ছেড়ে দেয়। মূল আসামি স্বামী আশিক মিয়াসহ অজ্ঞাত ৪-৫ জনের নামে মিথ্যা মামলা দায়ের করে। আশিক মিয়াকে জেলহাজতে প্রেরণ করে। এ ঘটনায় ওসমানের পাড়া এলাকায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

এ বিষয়ে সাঘাটা থানা অফিসার ইনচার্জ বাদশা আলম জানান, স্বামী আশিকসহ অজ্ঞাত ৪-৫ জনের নামে একটি মামলা দায়ের করা হয়েছে। বতর্মানে উক্ত মামলাটি তদন্তাধীন রয়েছে তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
ঘরে নববধূ, বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
১ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৯:২৫:৩১