• ঢাকা
  • |
  • শুক্রবার ১৪ই ভাদ্র ১৪৩২ সন্ধ্যা ০৬:৩৯:২৩ (29-Aug-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

কাউনিয়ায় মাসুদার হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৫

২৯ আগস্ট ২০২৫ বিকাল ০৪:৫৮:২২

সংবাদ ছবি

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় হারাগাছ বকুলতলা গ্রামে মাসুদার হত্যা মামলায় প্রধান আসামিসহ পাঁচজন গ্রেফতার করেছে র‌্যাব ও পুলিশ।

২৯ আগস্ট শুক্রবার পাঁচজনকে মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠায় পুলিশ।

গ্রেফতার হলেন- উপজেলার হারাগাছ ইউনিয়নের নাজিরদহ গ্রামের আব্দুল লতিফ মিয়া (৬৫), দুই ছেলে সাইফুল ইসলাম (৩৫). শহিদুল ইসলাম (২৬), মেয়ে লাইলী বেগম (২৮) ও জামাই সাধু কুটিরপাড়ের আব্দুল হাকিম (২৮)।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, উপজেলার হারাগাছ ইউনিয়নের নাজিরদহ বকুলতলার মাসুদার রহমানের সঙ্গে তার আপন চাচা আব্দুল লতিফের জমিজমা নিয়ে বিরোধ ছিল। বিরোধপূর্ণ জমির বিষয়ে আদালতে মামলাও রয়েছে। ১৮ জুলাই শুক্রবার বিকেল ৫টার দিকে নাজিরদহ একতাব্রিজ এলাকায় যায় মাসুদার। সেখানে গিয়ে দেখতে পান বিরোধপূর্ণ জমির উপর প্রতিপক্ষ চাচা লতিফ ঘর নির্মাণ করছে। মাসুদার এর প্রতিবাদ করলে তাকে মারপিট করে লতিফ, তার ছেলে মেয়ে ও জামাইসহ অন্য সদস্যরা। একপর্যায়ে লতিফের ছেলে সাইফুল তার হাতে থাকা ধারালো অস্ত্র (পাটকাটা হাচুয়া) দিয়ে মাসুদারের ঘাড়ে কোপ দেয়। ধারালো অস্ত্রের আঘাতে মাসুদার মাটিতে পড়ে যায়। স্বজনরা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আব্দুল লতিফ শাহ বলেন, এ ঘটনায় নিহতের বড়ভাই মাসুম মিয়া বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। অভিযুক্তদের গ্রেপ্তারের মাঠে নামে পুলিশ। কিন্তু ঘটনার পর পরই হত্যাকাণ্ডের ঘটনার সাথে জড়িত সকল আসামি এলাকা থেকে পালিয়ে যায়। মামলার তদন্তকারী এসআই মনিবুর রহমান তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামিদের অবস্থান শনাক্ত করে। বুধবার কাউনিয়া থানা পুলিশ এবং র‌্যাব-৬ ও র‌্যাব-১ এর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে খুলনা বাগেরহাট থেকে মামলার দুই নাম্বার আসামি সাইফুল ইসলামকে এবং গাজিপুর এলাকা থেকে মামলার এক নাম্বার আসামি আব্দুল লতিফ মিয়া, চার নাম্বার আসামি শহিদুল ইসলাম, আট নাম্বার আসামি লাইলী বেগম ও দশ নাম্বার আসামি আব্দুল হাকিমকে আটক করা হয়। পাঁচজনকে মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
বকশীগঞ্জে ইয়াবাসহ আটক ১
২৯ আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৬:১৪:৫৩