কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুর-১ আসনের সংসদীয় আসনের আপিল শুনানিতে আপত্তির প্রতিবাদে বুধবার (২৭ আগস্ট) বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর ও পল্লীবিদ্যুৎ এলাকায় শত শত নারী ভোটার ঝাড়ু মিছিল করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, এসময় নারী ভোটাররা ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুটি স্থানে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেন।
পল্লীবিদ্যুৎ এলাকায় ঝাড়ু মিছিল শেষে স্থানীয় একটি শোরুমের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মনিকা আক্তার। বক্তব্য রাখেন পারুল বেগম, রমলা আক্তার, ফরিদা পারভীন, শিল্পী আক্তার প্রমুখ।
নারী ভোটাররা অভিযোগ করে বলেন, নির্বাচন কমিশন গাজীপুর-১ আসনকে কালিয়াকৈর উপজেলা ও গাজীপুর মহানগরের ১-১২ নম্বর ওয়ার্ড নিয়ে খসড়া নির্বাচনী এলাকা ঘোষণা করে। এ খসড়া তালিকার বিরুদ্ধে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক পৌর মেয়র মজিবুর রহমান আপিল করেন। মঙ্গলবার ওই আপিলের শুনানি নির্বাচন কমিশনে অনুষ্ঠিত হয়। সেখানে জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী আপত্তি জানান, তবে শুনানি খারিজ হয়ে যায়।
এর প্রতিবাদে নারী ভোটাররা শুধু কালিয়াকৈর উপজেলা ও পৌর এলাকা নিয়ে সংসদীয় আসন ঘোষণার দাবির পক্ষে ঝাড়ু মিছিল করেন এবং ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকীর বিরুদ্ধে স্লোগান দেন। তারা ঘোষণা দেন, কালিয়াকৈরে তাঁর সকল কর্মসূচি প্রতিহত করা হবে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন বিএনপি কর্মী জানান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য চৌধুরী তানভীর আহমদ সিদ্দিকীর স্থলাভিষিক্ত হয়ে ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী সদস্য সচিব নির্বাচিত হওয়ার পর থেকেই উপজেলা ও পৌর বিএনপির মধ্যে গ্রুপিং সৃষ্টি হয়েছে। পরে তিনি উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করলে বিভক্তি আরও তীব্র হয়।
উপজেলা বিএনপির সদস্য সচিব মা. আনোয়ার হাসান বলেন, দলের নির্দেশনা অনুযায়ী আমরা কর্মসূচি ও কার্যক্রম পরিচালনা করছি। কিন্তু একটি পক্ষ নিজেদের স্বার্থ হাসিল করতে না পেরে জেলা বিএনপির নেতা ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকীর বিরুদ্ধে সবসময় অপপ্রচার ও সাংগঠনিক কার্যক্রমে বাধা দিচ্ছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available