• ঢাকা
  • |
  • সোমবার ১০ই ভাদ্র ১৪৩২ রাত ১০:০৩:৪২ (25-Aug-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

রূপগঞ্জে মা ও ছেলেকে কুপিয়ে জখম, গ্রেফতার-৫

২৫ আগস্ট ২০২৫ রাত ০৮:০৮:২৪

সংবাদ ছবি

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে মা ও ছেলেকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় উল্টো থানায় অভিযোগ করতে গেলে পুলিশ ৫ জনকে গ্রেফতার করেছে।

২৫ আগস্ট সোমবার উপজেলার কাঞ্চন পৌরসভার কলাতলী এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ওমর ফারুক জানান, দীর্ঘ দিন ধরে সাড়ে ১৪ শতাংশ জমি নিয়ে তাদের সাথে একই এলাকার আব্দুল সোবহানের সাথে বিরোধ চলে আসছিল। বর্তমানে এ জমি নিয়ে আদালতে মামলা চলমান। এদিকে সোমবার সেই জমি থেকে জোরপূর্বক গাছ কাটতে যায় সোবহান ও তার ছেলেরা।

এ সময় ওমর ফারুক বাধা দিতে আসলে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে সোবহান তার ছেলে ফেরদৌস, আলামীন, মাজাহার, হাসি্ুবুলসহ ১০-১২ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ওমরু ফারুক ও তার মা মাহমুদা বেগমকে এলোপাথারী কুপিয়ে গুরুতর জখম করে।

এ সময় আসে পাশের লোকজন তাদেরকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন ।

এ ঘটনায় দুপুরে ওমর ফারুকের ভগ্নিপতি আব্দুল্যাহ আল মামুন বাদী হয়ে ৫ জন নামীয়সহ আরও অজ্ঞাতনামা ১২ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।

এদিকে বিকালে উল্টো থানায় অভিযোগ করতে গেলে পুলিশ অভিযুক্ত সোবহান তার ছেলে ফেরদৌস, আলামীন, মাজাহার ও  হাসি্ুবুলকে গ্রেফতার করে।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলান বলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরে  মা ও ছেলেকে কুপিয়ে জখমের ঘটনায় অভিযুক্ত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
একযোগে ৫৩ বিচারককে বদলি
২৫ আগস্ট ২০২৫ রাত ০৯:০১:১১





সংবাদ ছবি
৭ জেলায় নতুন পুলিশ সুপার
২৫ আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৭:১৫:৪৭