কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে মডেল থানাধীন জিনজিরা রহমতগঞ্জ এলাকার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।
২৫ আগস্ট সোমবার দুপুর থেকে শুরু হয়ে অভিযান চলে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত । এসময় নিয়ম বহির্ভূত বিল্ডিং কোড অমান্য করে ভবন নির্মাণের অভিযোগে ৫ টি ভবনের বর্ধিত অংশ ভেঙে ফেলা হয় ও ১০ টি ভবনে ১৩ টি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করা হয়েছে।
রাজউকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. লিটন সরকার এর নেতৃত্বে ও ঢাকা জোন ৫/৩ অথোরাইজ অফিসার মো. মেহেদী হাসান এর পরিচালনায় উপস্থিত ছিলেন সহকারী অথরাইজ অফিসার আশিকুর রহমান তালুকদার প্রধান ইমারত পরিদর্শক সুজন আহমেদসহ রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অভিযানে সহযোগিতা করেন, ঢাকা জেলা পুলিশ, কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ, গ্যাস ও পল্লী বিদ্যুতের কর্মকর্তারা।
অভিযান শেষে ম্যাজিস্ট্রেট মো. লিটন সরকার বলেন, আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এর ক্ষেত্রে রাজউকের অনুমোদন ও প্লান অনুযায়ী কাজ করতে হবে। তা না হলে সেসব বিল্ডিং এর কাজ বন্ধ রাখতে হবে এবং তাদেরকে অবশ্যই রাজউকের অনুমোদন নিয়ে কাজ করতে হবে। এক্ষেত্রে কোন প্রকার ছাড় দেয়া হবে না।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available