• ঢাকা
  • |
  • রবিবার ৯ই ভাদ্র ১৪৩২ বিকাল ০৫:০৮:৫৫ (24-Aug-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

সংসদীয় আসন বহাল রাখার দাবিতে হরতাল ও সড়ক অবরোধ কর্মসূচি

২৪ আগস্ট ২০২৫ সকাল ১১:৫৮:৪৩

সংবাদ ছবি

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকে আজ ২৪ আগস্ট রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হরতাল ও অবরোধ কর্মসূচি চলছে। সকাল থেকে জেলার সর্বত্র ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।

ঘোষিত কর্মসূচি ঘিরে জেলার সদর, মোড়েলগঞ্জ, ফকিরহাট, রামপাল, মোংলা, কচুয়া, চিতলমারী, শরণখোলা ও মোল্লাহাট উপজেলা এবং বাগেরহাট পৌরসভাসহ সব এলাকায় সরকারি-বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান ও দোকানপাট বন্ধ রয়েছে। একই সঙ্গে অভ্যন্তরীণ ও দূরপাল্লার যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।

সকাল থেকেই সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও স্থানে অবস্থান নেন। এ সময় বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিলও অনুষ্ঠিত হয়। উপজেলাগুলোতেও নেতা-কর্মীরা সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন।

জেলা বিএনপির সমন্বয়ক এম এ সালামের নেতৃত্বে সকাল আটটায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করা হয়। এর ফলে শহরের ভেতরে এবং জেলা সদরের সঙ্গে অন্যান্য উপজেলার যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে।

সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতারা বলেন, বাগেরহাটের জনগণের দাবি উপেক্ষা করে ৪টি সংসদীয় আসনকে ৩টিতে রূপান্তরের প্রস্তাব দেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত জনগণের সঙ্গে চরম অবিচার এবং বাগেরহাটবাসীর স্বার্থবিরোধী। জনগণের দাবি দ্রুত পূরণ না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।

এদিকে হরতাল-অবরোধ চলাকালীন প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি দপ্তর, বাজার-ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় জনজীবনে চরম ভোগান্তি দেখা দিয়েছে। বিশেষ করে দূরপাল্লার পরিবহন বন্ধ থাকায় যাত্রীরা বিপাকে পড়েছেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখনো শান্ত থাকলেও যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










সংবাদ ছবি
কালিয়াকৈরে অস্ত্রসহ ৫ ডাকাত আটক
২৪ আগস্ট ২০২৫ দুপুর ০২:৫৯:১৩