মণিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোরের মণিরামপুরে কাভার্ড ভ্যানের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষে ইফা (১৩) নামের এক কিশোরী নিহত হয়েছে। এ ঘটনায় তার মা-বাবাসহ মোট তিনজন আহত হয়েছেন।
২১ আগস্ট বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে যশোর-চুকনগর সড়কের বিজয়রামপুর খইতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নড়াইল পৌরসভার চৌরাস্তা এলাকার বাসিন্দা ফরহাদ হোসেন (৪০) প্রাইভেট কার চালিয়ে স্ত্রী স্বপ্নিল ইসলাম (৩৫) ও মেয়ে ইফাকে নিয়ে যশোরের উদ্দেশে ফিরছিলেন। এ সময় বৃষ্টির মধ্যে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর আড়াআড়ি দাঁড়িয়ে পড়ে প্রাইভেট কারটি। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে আসা একটি কাভার্ড ভ্যান সজোরে গাড়িটিকে ধাক্কা দেয়।
তীব্র সংঘর্ষে প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা তিনজন গুরুতর আহত হন। একইসঙ্গে কাভার্ড ভ্যানের চালক রুহুল আমিনও আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাদের যশোর জেনারেল কলেজ হাসপাতালে রেফার করা হলে কর্তব্যরত চিকিৎসক কিশোরী ইফাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে নিহতের বাবা ফরহাদ, মা স্বপ্নিল এবং ভ্যানচালক রুহুল আমিন ওই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
মণিরামপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান হতাহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় জড়িত প্রাইভেট কার ও কাভার্ড ভ্যান পুলিশ হেফাজতে রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available