বাগেরহাট প্রতিনিধি: বৃষ্টি উপেক্ষা করে বাগেরহাটের সর্বস্তরের মানুষ চারটি সংসদীয় আসনকে তিনটি আসনে রূপান্তরের প্রস্তাবের প্রতিবাদে অবরোধ কর্মসূচি পালন করছেন।
২১ আগস্ট বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কাটাখালি ও নওপাড়া এলাকায় এই কর্মসূচি পালিত হচ্ছে।
অবরোধ চলাকালে মংলা-খুলনা মহাসড়ক, খুলনা-ঢাকা মহাসড়ক ও খুলনা-বাগেরহাট মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে দূরপাল্লার যাত্রীবাহী বাস, ট্রাক, মালবাহী গাড়ি ও স্থানীয় যানবাহন কয়েক ঘণ্টা আটকে পড়ে এবং যাত্রী ও পথচারীরা চরম ভোগান্তিতে পড়েন।
অবরোধ কর্মসূচিতে রাজনৈতিক দলের নেতাকর্মী ছাড়াও মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন।
এসময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম, জেলা বিএনপি সমন্বয়ক এম এ সালাম, জামাতের আমির মাওলানা রেজাউল করিম, নায়েবে আমির আব্দুল ওয়াদুদ, জিলাপি যেন পির যুগ্ম আহবায়ক খাদেম নিয়ামুন নাছির আলাপ প্রমুখ।
কর্মসূচিস্থলে বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বাগেরহাট একটি জনবহুল ও গুরুত্বপূর্ণ জেলা। এখানে একটি আসন কমানো হলে জেলার মানুষের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হবে এবং জাতীয় সংসদে বাগেরহাটবাসীর স্বার্থ যথাযথভাবে প্রতিফলিত হবে না।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available