• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৬ই ভাদ্র ১৪৩২ দুপুর ০১:৪৫:২০ (21-Aug-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

নারায়ণগঞ্জে জলাবদ্ধতা নিরসনে ব্যক্তিগত উদ্যোগ যুবদল নেতা রনির

৯ আগস্ট ২০২৫ বিকাল ০৩:২৪:৪৫

সংবাদ ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লা ডিএনডি এলাকায় জলাবদ্ধতা নিরসনে ব্যক্তিগত উদ্যোগে ২৪ ঘণ্টার মধ্যে ভেকু লাগিয়ে খাল পরিষ্কার এর উদ্যোগ নিয়েছেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রহমান রনি। গত কয়েক সপ্তাহ ধরে টানা বৃষ্টিতে ফতুল্লার  ডিএনডি প্রায় ২০টি গ্রামের সড়ক হাঁটু সমান পানিতে তলিয়ে আছে।

এ অবস্থায় ৯ আগস্ট শনিবার পানি নিষ্কাশনের বিভিন্ন খাল পরিদর্শন শেষে রোববার ভেকু লাগিয়ে খালের বিভিন্ন দখল হয়ে থাকা স্থান উদ্ধারসহ পরিষ্কারের ব্যবস্থা নিয়েছেন এই যুবদল নেতা।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি জানান,  দুর্ভোগের খবর পেয়ে তাৎক্ষণিক ভেকু লাগিয়ে খাল পরিষ্কার এর উদ্যোগ নিয়েছি। আশা করি দুর্ভোগের শিকার সাধারণ মানুষ  জলাবদ্ধতার এই দুর্দশা থেকে রক্ষা পাবে।

তিনি আরও জানান,  বিগত দিনে এই জলাবদ্ধতা নিয়ে প্রায় ১৭টি বছর রাজনীতি করেছে সাবেক সরকারের বিভিন্ন এমপি চেয়ারম্যান মেম্বাররা, ফলশ্রুতিতে জলাবদ্ধতার কোন স্থায়ী সমাধান হয়নি, এই জলাবদ্ধতার স্থায়ী সমাধান করতে হলে জনাবতার কারণ নির্ণয় করে সমাধানের সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে বাস্তবায়ন করতে হবে।  না হয় কিছুদিন পরপরই এ জলাবদ্ধতা  দেখা দেবে।  ডিএনডি এলাকার প্রায় ১০ লাখ মানুষের এই জলাবদ্ধতার সমস্যা সমাধানে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর সাথে কথা বলে সমন্বয় করব।

প্রসঙ্গত, ডিএনডি প্রকল্পের আওতায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে প্রায় ১ হাজার ৩শ’ কোটি টাকার কাজ শেষ হলেও প্রকল্পের বাইরে রয়ে গেছে ডিএনডির নীচু এলাকার বিশাল অংশ, আর খালগুলো ভরাট হয়ে যাওয়ায় এর সুফলও পাওয়া যাচ্ছে না।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








সংবাদ ছবি
পাখির যত্ন কীভাবে নিবেন? রইল কিছু টিপস
২১ আগস্ট ২০২৫ দুপুর ১২:১৮:০৫