গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে শীতলক্ষ্যা নদীর চর জবরদখল করে গড়ে তুলা হচ্ছিল একের পর এক অবৈধ স্থাপনা।
দখলকারীরা বিভিন্ন দোকানপাটসহ মসজিদ নির্মাণের কথা বলেও জমি দখল করছিল।
৬ আগস্ট বুধবার সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচার উপজেলা সহকারী কমিশনার ভূমি আতাহার শাকিল, শীতলক্ষ্যার চর দখলকারীদের অবৈধ স্থাপনা ভেঙে গুড়িয়ে দেন।
উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের গোসিঙ্গা বাজারের পাশ দিয়ে বয়ে চলা শীতলক্ষ্যার বানার নদীর পশ্চিম পাশেই দীর্ঘদিনের একটি বিশাল চর জাগে।
পূর্বে যাত্রী সুবিধার কথা বিবেচনায় গোসিঙ্গা খেয়াঘাট সংলগ্ন নদীর জায়গায় একটি ছাপরা ঘর তুলে ইজারাদার। যেখানে বসে পারাপারের জন্য ইজারার খাজনা আদায় হয়। কিন্তু এ ঘরকে পুঁজি করে পাশাপাশি কয়েকটি দোকানঘর নির্মাণ করে একটি দখলদার চক্র।
ইসলামকে ঢাল হিসেবে ব্যবহার করে অবৈধভাবে নদীর চর জবরদখল করে একের পর এক স্থাপনা নির্মাণ করছে। এতে উদ্বিগ্ন নদী ও পরিবেশবাদী সংগঠনের নেতারা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available