• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৬ই ভাদ্র ১৪৩২ দুপুর ০১:৪৫:১৯ (21-Aug-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

শ্রীপুরে মাওনা চৌরাস্তা এলাকায় অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা

৩ আগস্ট ২০২৫ দুপুর ০২:৩৮:২১

সংবাদ ছবি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়া একটি নিয়মিত সমস্যায় পরিণত হয়েছে।

আর এ কারণে স্থানীয় বাসিন্দা ও পথচারীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাট তলিয়ে যায়। বিশেষ করে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের মাওনা চৌরাস্তা এলাকায় এ সমস্যা প্রকট।

মাওনা চৌরাস্তা গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার একটি গুরুত্বপূর্ণ স্থান। প্রতিদিন এখানে লক্ষাধিক মানুষের আনাগোনা থাকে। কিন্তু জলাবদ্ধতার কারণে জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

রাস্তাঘাটে পানি জমে থাকার কারণে যানবাহন চলাচল এবং পথচারীদের হাঁটাচলা কঠিন হয়ে পড়েছে।

বিশেষ করে কাঁচাবাজারের পাশের রাস্তা এবং মাওনা-টেপিরবাড়ি আঞ্চলিক সড়কেও জলাবদ্ধতা দেখা যায়, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ড্রেনেজ ব্যবস্থার সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে এই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। অনেক সময় ড্রেনগুলো ময়লা-আবর্জনায় ভরে যায়, যার কারণে পানি নিষ্কাশন হতে পারে না।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








সংবাদ ছবি
পাখির যত্ন কীভাবে নিবেন? রইল কিছু টিপস
২১ আগস্ট ২০২৫ দুপুর ১২:১৮:০৫