কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের কালাই উপজেলার প্রধান ডাকঘর ভবনটি বর্তমানে ভয়াবহ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দীর্ঘ প্রায় চার দশক আগে, ১৯৮৫ সালে নির্মিত এই ভবনটি জরাজীর্ণ হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে কোনো ধরনের সংস্কার না হওয়ায় ভবনের ছাদ থেকে প্রতিনিয়তই পলেস্তরা খসে পড়ছে, অনেক জায়গায় ছাদের রড বেরিয়ে এসেছে। বর্ষার মৌসুমে ছাদ ও দেওয়াল দিয়ে পানি চুঁইয়ে ভিতরে প্রবেশ করে। এতে মেঝে স্যাঁতসেঁতে হয়ে যায় এবং অফিসের টেবিলে রাখা গুরুত্বপূর্ণ ফাইলপত্র নষ্ট হয়ে যাচ্ছে। প্রতিদিন ঝুঁকি নিয়েই এই ভবনের ভেতরে চলতে থাকে ডাক বিভাগের নানা দাপ্তরিক কাজকর্ম।
প্রতিদিন বহু মানুষ সরকারি-বেসরকারি কাজের জন্য এই ডাকঘরে আসেন। চাকরির প্রবেশপত্র, ব্যাংক ও বীমা লেনদেন, রেভিনিউ স্ট্যাম্প ও গুরুত্বপূর্ণ চিঠিপত্র এখান থেকেই আদান-প্রদান করা হয়। ডিজিটাল প্রযুক্তির প্রসারে যদিও ডাক বিভাগের চাহিদা আগের চেয়ে অনেকটাই কমে এসেছে, তবে সরকারি ও প্রাতিষ্ঠানিক চিঠিপত্র চালাচালির জন্য এটি এখনও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাধ্যম।
ডাকঘরে সেবা নিতে আসা লতিফুর রহমান নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, প্রতি মাসেই তাকে ডাকঘরে আসতে হয়, কিন্তু বর্ষার সময় হাঁটু পানির মধ্য দিয়ে ঢুকে আবার ভেতরের ভেজা, দুর্গন্ধযুক্ত পরিবেশে দাঁড়িয়ে কাজ করতে হয়। একই অভিজ্ঞতার কথা জানালেন আরেক সেবাগ্রহীতা আজিদুর রহমান। তিনি বলেন, ভবনের ছাদের বেশির ভাগ জায়গা খসে পড়েছে, রড বের হয়ে আছে। যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই তিনি জরুরি ভিত্তিতে সংস্কারের দাবি জানান।
ডাকঘরের পোস্টমাস্টার সুনীল চন্দ্র বলেন, প্রতিদিন এখান দিয়ে বহু সরকারি ও বেসরকারি কাগজপত্র, পার্সেল, বীমার অর্থ লেনদেনসহ গুরুত্বপূর্ণ কার্যক্রম চলে। বিভিন্ন সময় ডাক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে ভবন পরিদর্শন করলেও আজ পর্যন্ত কোনো সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। ফলে কর্মকর্তা-কর্মচারীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে বাধ্য হচ্ছেন।
এ বিষয়ে জয়পুরহাট জেলার পোস্ট অফিস পরিদর্শক রফিকুল ইসলাম জানান, তারা বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন এবং আশ্বাস দিয়েছেন যে খুব শিগগিরই এই সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available