• ঢাকা
  • |
  • শুক্রবার ৪ঠা আশ্বিন ১৪৩২ সকাল ০৬:২৬:২৭ (19-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

কালিয়াকৈরে ঈদে তীব্র যানজটের আশঙ্কা

৩ জুন ২০২৫ সন্ধ্যা ০৬:৩৩:০২

সংবাদ ছবি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রার উপর দিয়ে চলা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে তীব্র যানজটের আশঙ্কা করা হচ্ছে।

বিশেষ করে ঈদের আগে ৫ জুন বৃহস্পতিবার অধিকাংশ গার্মেন্টস ও শিল্পকারখানার ছুটি ঘোষণা করায় ওই দিন দুপুরের পর থেকেই মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এলাকার সচেতন মহল ও পরিবহন সংশ্লিষ্টরা মনে করছেন, ঈদযাত্রাকে স্বস্তিদায়ক করতে হলে কারখানার ছুটির সময় ভাগ করে নির্ধারণ করা উচিত ছিল। সবাই একদিনেই ছুটি শুরু করলে লাখ লাখ শ্রমিক একসঙ্গে ঢাকা ছেড়ে যাওয়ার চেষ্টা করবেন, ফলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হতে পারে।

এদিকে, যানজট নিরসনে হাইওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসন প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে নিরাপদ ও নির্বিঘ্ন যান চলাচল নিশ্চিত করতে গাজীপুর জেলা পুলিশের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। ২ জুন (সোমবার) কালিয়াকৈর উপজেলার চন্দ্রা সরকারি কলেজ মাঠে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।

ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন গাজীপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক। এতে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আইন-শৃঙ্খলা বজায় রেখে সুষ্ঠু ও নিরবচ্ছিন্ন চলাচল নিশ্চিত করার বিভিন্ন কৌশল ও নির্দেশনা তুলে ধরা হয়।

তবে ছুটি ব্যবস্থাপনায় আরও পরিকল্পনামূলক সিদ্ধান্ত প্রয়োজন ছিল বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
হাবিপ্রবি ইংলিশ ক্লাবের নেতৃত্বে ইমরান-ফাইজ
১৮ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৯:০২:০৬



সংবাদ ছবি
অমর একুশে বইমেলা শুরু ১৭ ডিসেম্বর
১৮ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪২:০২





সংবাদ ছবি
নওগাঁয় মহিলাসহ চার ভুয়া পুলিশ গ্রেফতার
১৮ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:৫৪:৪৯