শেরপুর প্রতিনিধি : শেরপুরে আকস্মিক পাহাড়ি ঢলে ঝিনাইগাতী উপজেলার মহারশির নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে প্রায় ১৫ টি গ্রাম প্লাবিত হয়েছে। নিমজ্জিত হয়েছে শত শত একর আমন আবাদ। এছাড়া পানির তোড়ে ভেসে গেছে ১০ টি বাড়ির কাঁচা পাকা ঘর। ঝিনাইগাতী বাজারে ডুবে গেছে ঝিনাইগাতী শেরপুর আঞ্চলিক সড়ক।
এছাড়া সোমেশ্বরী নদীর দুপাড়ে কয়েকশত বাড়িঘরে পানি প্রবেশ করে মালামাল নষ্ট করছে।
জানা গেছে, গত দুদিনের টানা বর্ষণে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে নেমে আসা ঢলের পানি শেরপুর জেলার সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার ফলে চারটি ইউনিয়নের ১৫ টি গ্রামের শত শত পুকুরের মাছ ভেসে গেছে।
স্থানীয়দের অভিযোগ মাত্র এক মাস আগে পানি উন্নয়ন বোর্ড বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি সংস্কার করলেও নিম্নমানের কাজ হওয়ার ফলে বাঁধের প্রায় ১৫০ মিটার অংশ প্রবল পানির তোড়ে বিলীন ফসলী জমিতে পানি প্রবেশ করে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম রাসেল এর সাথে কথা বললে তিনি জানান, ইতিমধ্যে মহারশী নদী রক্ষা বাঁধের কাজ চলমান। আমি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি এবং আমাদের যথেষ্ট বন্যা দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি রয়েছে। এছাড়া পর্যাপ্ত শুকনো খাবার ও গোখাদ্য মজুদ রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available