খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে ১০২ পিচ ইয়াবা ট্যাবলেটসহ সাংবাদিক পরিচয়দানকারী সোহেল রানা নামের একজনকে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
২৪ জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিশেষ অভিযান চালিয়ে সোহেলকে তার নিজ বাসা থেকে আটক করে কুমারখালী থানায় সোপর্দ করে এবং ২৫ জুলাই শুক্রবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
গ্রেফতার সোহেল রানা (৩২) উপজেলার যদুবয়রা ইউনিয়নের যদুবয়রা গ্রামের মৃত উকিল শেখের ছেলে।
এলাকাবাসী জানান, সোহেল প্রাথমিকের গন্ডি না পেরোলেও নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে সাংবাদিকতার আড়ালে মাদক কারবার পরিচালনা করছেন দীর্ঘ কয়েক বছর যাবৎ। ভ্যানচালক বাবা এবং গৃহপরিচারিকা মায়ের সন্তান সোহেল করাত মিলে শ্রমিকের কাজ বাদ দিয়ে শুরু করেন মাদক কারবার। বিগত সময়ে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকসহ সোহেলকে আটক করেন এবং জামিনে বের হয়ে পুলিশি ঝমেলা এড়াতে কুষ্টিয়ার স্থানীয় এক পত্রিকার সাংবাদিক হিসেবে আত্মপ্রকাশ ঘটে সোহেলের। স্থানীয় ওই পত্রিকার প্রতিনিধিত্ব বাতিল হলে জি বাংলা নামের ইউটিউব টিভি চ্যানেল নিজেই খুলে শুরু করেন সাংবাদিকতা। জি বাংলার বুম নিয়ে প্রায়শই দেখা যেতো তার সাংবাদিকতার দাপট।
সোহেলের এলাকার যদুবয়রা ও কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খোঁজ নিয়ে জানা যায়, তিনি প্রাথমিক বিদ্যালয়ের গন্ডি পার হননি। আয়ের কোন উৎস না থাকলেও শুধুমাত্র মাদক কারবারি করে বাড়ি করাসহ বিলাসী জীবন যাপন করেন সোহেল। নিজেকে নিরাপদ রাখতে বাড়ির চতুর্পাশে সিসি ক্যামেরা লাগিয়েছেন তিনি। সম্প্রতি সোহেলের বিভিন্ন অপকর্মে অতিষ্ঠ এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কুমারখালী থানায় স্মারক লিপি প্রদান করেছেন। এলাকাবাসী মাদক কারবারি সোহেলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবী জানান।
কুমারখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার ১০২ পিচ ইয়াবা ট্যাবলেটসহ সোহেল রানা নামের একজন মাদক কারবারিকে আটক করে থানায় সোপর্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার সকালে আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available