• ঢাকা
  • |
  • শনিবার ১লা ভাদ্র ১৪৩২ দুপুর ০১:৩১:০৩ (16-Aug-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

রূপগঞ্জে কলেজ ছাত্রীকে অপহরণের পর ফেলে যাওয়ার অভিযোগ

২৩ জুলাই ২০২৫ রাত ০৮:৫৫:৪৫

সংবাদ ছবি

স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ রূপগঞ্জে একাদশ শ্রেণির এক কলেজছাত্রীকে (১৭) অপহরণ করে মুক্তিপণ দাবির পর কলেজের পেছনের ঝোপে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে গেছে দুই নারী।

২৩ জুলাই বুধবার সকালে মুড়াপাড়া কলেজের পেছনের ঝোপঝাড় থেকে অজ্ঞান অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করে রূপগঞ্জ থানা পুলিশ।

তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে মুঠোফোনে নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মোহাম্মদ তরিকুল ইসলাম। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এর আগে মঙ্গলবার দুপুরে মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজে পরীক্ষা দিতে গেলে ওই শিক্ষার্থী অপহরণের শিকার হন। অপহরণকারীরা তার পরিবারের কাছে একাধিকবার ফোন করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা না পেয়ে তাকে ফেলে রেখে যায়। উদ্ধারের পর তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, ‘ওই ছাত্রীকে অপহরণ করা হয়েছে। ধর্ষণের ব্যাপারে আমাদের কোনো তথ্য দেয়নি ভুক্তভোগী ও তার পরিবার। এ বিষয়ে আমরা পরিবারের সঙ্গে কথা বলে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ