• ঢাকা
  • |
  • শনিবার ১লা ভাদ্র ১৪৩২ বিকাল ০৩:০১:২০ (16-Aug-2025)
  • - ৩৩° সে:

রাজনীতি

এক চেতনার বদলে আরেক চেতনার উদ্ভব হয়েছে: রিজভী

১৬ আগস্ট ২০২৫ দুপুর ০১:০৪:৫৯

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: এক চেতনার বদলে আরেক চেতনার উদ্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। প্রশ্ন তোলেন, যারা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ কেন? তাহলে কি নতুন করে শেখ হাসিনার পুনরাবৃত্তি হচ্ছে?

১৬ আগস্ট শনিবার প্রেসক্লাবে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ও ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি।

রিজভী বলেন, জুলাই আন্দোলনে আবাবিল পাখির মতো বাচ্চারা রাস্তায় নেমে আসে। আমরা মুক্তি পেলাম। গণতন্ত্র মুক্তি পেল। তবে অভ্যুত্থান পরবর্তী তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের সমালোচনা করেন তিনি।

ধর্মের নামে নতুন চেতনা দেখছি জানিয়ে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, একটি সংগঠনের লোক সব জায়গায় বসে থাকে। শেখ হাসিনার আত্মারা আবার নতুন করে দেশের ওপর ভর করেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ