আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের মানবাধিকার অফিস জানিয়েছে, মে মাসের শেষ থেকে গাজায় সাহায্যের জন্য আসা কমপক্ষে এক হাজার৭৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যা আগস্টের শুরুতে প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানের চেয়ে কয়েকশ বেশি।
১৬ আগস্ট শনিবার সকালের আল জাজিরা অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
গাজার হাসপাতাল সূত্রের বরাত দিয়ে আল জাজিরা জানায়, ১৫ আগস্ট শুক্রবার গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় কমপক্ষে ৪৪ জন নিহত হয়েছেন।
ইসরায়েলি সেনাবাহিনী গাজা শহরে বোমাবর্ষণ ও ধ্বংসযজ্ঞের ধারাবাহিক অভিযান জোরদার করছে, যার ফলে শহরের হাজার হাজার বাসিন্দা নিরাপদে পালাবার সুযোগ পাচ্ছেন না।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার গাজায় অন্তত একজন ফিলিস্তিনি শিশুর অনাহারে মৃত্যু হয়েছে, যার ফলে দুর্ভিক্ষপীড়িত অবরুদ্ধ এ উপত্যকায় ক্ষুধাজনিত মৃত্যুর সংখ্যা ২৪০ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ১০৭ জন শিশু রয়েছে।
গাজার বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধে কমপক্ষে ৬১ হাজার ৮২৭ জন নিহত এবং এক লাখ ৫৫ হাজার ২৭৫ জন আহত হয়েছে। ৭ অক্টোবর, ২০২৩ সালে হামাস-নেতৃত্বাধীন হামলায় ইসরায়েলে আনুমানিক এক হাজার ১৩৯ জন নিহত হয়েছিল এবং ২০০ জনেরও বেশিকে বন্দি করা হয়েছিল।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available