• ঢাকা
  • |
  • রবিবার ৩০শে ভাদ্র ১৪৩২ রাত ০৯:৪৮:৪৯ (14-Sep-2025)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

পাবিপ্রবিতে পদার্থ-গণিত-রসায়ন অলিম্পিয়াড

২৫ সেপ্টেম্বর ২০২৩ সকাল ০৮:৩৯:২৬

সংবাদ ছবি

পাবিপ্রবি প্রতিনিধি: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২৪ সেপ্টেম্বর রোববার ‘প্রিসাইজ এনার্জি’র ওপর পদার্থ, গণিত ও রসায়ন অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।

অলিম্পিয়াড উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম মোস্তফা কামাল খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহ্ উদ্দীন এবং বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. হারুন-অর-রশিদ। সভাপতিত্ব করেন পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. খায়রুল আলম। অলিম্পিয়াডটি আয়োজন করে রাশিয়ার নিউক্লিয়ার করপোরেশন রোসাটমের ইভেন্ট ম্যানেজমেন্ট ‘এনার্জি অব দ্য ফিউচার’ এবং সহযোগিতায় ছিল পাবিপ্রবির পদার্থবিজ্ঞান বিভাগ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন বলেন, গবেষণার মাধ্যমে জ্ঞানকে নতুন রূপে উদ্ভাবন করে আমাদের সামনে যেতে হবে। প্রতিটি কাজে পূর্ব প্রস্তুতি গ্রহণ এবং সেভাবে সম্পন্ন করতে হবে। জ্ঞানের খোলা দরজা হতে জ্ঞান আহরণ করা এবং সেটি সঠিকভাবে প্রয়োগ ঘটাতে হবে। এই অলিম্পিয়াডের মাধ্যমে আমরা প্রতিভা খুঁজে পাব, যা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে। তিনি আরও বলেন, আমাদের ভালো কাজ করতে হবে এবং সেগুলোর প্রচারও বাড়াতে হবে। ইতিবাচক বিষয়গুলো বেশি বেশি উপস্থাপন করে সমাজকে জানাতে হবে। ইতিবাচক ভাবনা থেকেই ভালো কিছু করা সম্ভব। সেই সাথে জীবনে উন্নতি করা এবং ভবিষ্যতের পথ আরও সহজ ও সমৃণ হয়ে উঠে।

উদ্বোধনী অলিম্পিয়াড রোববার সকাল ১১টায় ড. এম এ ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের গ্যালারী ২ এ সম্পন্ন হয়। দিনব্যাপী অনুষ্ঠানে পদার্থ, গণিত ও রসায়ন বিভাগের শিক্ষার্থীরা প্রাথমিক পর্বে অংশগ্রহণ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
দেশের জনগণ নতুন শাসক দেখতে চাই: গোলাম পরোয়ার
১৪ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৯:২৯:২৮


সংবাদ ছবি
রাতের আঁধারে সক্রিয় বুটেক্সে মাদক নেটওয়ার্ক
১৪ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৮:৫৮:৪১


সংবাদ ছবি
নারায়ণগঞ্জে ৮ মাসে ৮৫ খুন
১৪ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৮:৩৫:০০




সংবাদ ছবি
আইসিসিএলে একটি ইভেন্ট বুকিং করলে অন্যটি ফ্রি!
১৪ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫৭:০০

সংবাদ ছবি
সেনবাগে ৬ সন্তানের জন্ম দিয়ে এক প্রসূতি
১৪ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪৬:৩১