• ঢাকা
  • |
  • রবিবার ৩০শে ভাদ্র ১৪৩২ দুপুর ০২:৩৩:০৭ (14-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

রামুতে মাদক কারবারি ভাই-বোন আটক

২৩ আগস্ট ২০২৩ সকাল ০৭:২৮:৫৪

সংবাদ ছবি

রামু (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের রামুতে ১৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি নুর কামাল (২০) ও তসলিমা আক্তার (৩৪) নামে দুই ভাই-বোনকে আটক করেছে র‍্যাব-১৫।

২১ আগস্ট সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রামু পুরাতন বাইপাস মেসার্স প্রান্তিক ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের আটক করা হয়। আটক নুর কামাল ও তসলিমা আক্তার জেলার টেকনাফ পৌরসভার ১নং ওয়ার্ডের নাইটংপাড়া এলাকার আবু ছৈয়দের সন্তান।

মঙ্গলবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‍্যাব জানায়, র‍্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে, কতিপয় মাদক কারবারী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের লক্ষ্যে বিপুল পরিমাণ গাঁজা সাথে নিয়ে চট্টগ্রাম থেকে বাসযোগে কক্সবাজারের উদ্দেশ্যে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে রামু পুরাতন বাইপাস সংলগ্ন মেসার্স প্রান্তিক ফিলিং স্টেশনের সামনে পাকা রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি অভিযান শুরু করে। এ সময় মারসা পরিবহনের যাত্রীবাহী একটি বাসের দুই যাত্রী সন্দেহজনকভাবে পালানোর চেষ্টাকালে আটক করে র‌্যাব। তাদের সঙ্গে থাকা বাজারের ব্যাগ এবং স্কুল ব্যাগ তল্লাশি করে ১৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত কথা স্বীকার করে ।

উদ্ধার হওয়া গাঁজাসহ আটক মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সংবাদ ছবি
সৌদি আরবে ২১ হাজারের বেশি প্রবাসী গ্রেফতার!
১৪ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ০১:০২:৫৬



সংবাদ ছবি
নীলফামারীতে নদী থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
১৪ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:৩৮:০৭