• ঢাকা
  • |
  • রবিবার ৩০শে ভাদ্র ১৪৩২ সন্ধ্যা ০৭:৩৯:২০ (14-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

সিদ্ধিরগঞ্জে গাড়ি চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

১০ জুলাই ২০২৩ সন্ধ্যা ০৬:০৬:১৯

সংবাদ ছবি

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। ১০ জুলাই সোমবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজের পশ্চিম পাশের ঢাকামুখী লেনে এ দূর্ঘটনাটি ঘটেছে।

নিহতরা হলেন ঢাকার মাতুয়াইল দক্ষিণপাড়া এলাকার মো. মাসুম খানের ছেলে শাকিল খান (১৯) এবং পাবনার সোজানগরের তালিমনগর এলাকার সাইফুল ইসলামের ছেলে রবিউল ইসলাম টুটুল (১৯)।

এ ঘটনায় শিমরাইল ট্রাফিক পুলিশের টিআই একেএম শরফুদ্দিন জানান, সোমবার সকালের দিকে নিহত দুইজন তাদের মোটরসাইকেল নিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পাওয়া মাত্রই হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। দুর্ঘটনার পর পরই ঘাতক গাড়ির চালক গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ায় তাদের গ্রেফতার করা সম্ভব হয় নি। তদন্ত করে এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংবাদ ছবি
সব বিভাগে বৃষ্টি হবে, তাপমাত্রা কমবে ২ ডিগ্রি
১৪ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:১৪:৪৯


সংবাদ ছবি
ভূমিকম্পে কাঁপল বাংলাদেশসহ ৬ দেশ
১৪ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:২৫:২১