বরিশাল প্রতিনিধি: ৫২ র ভাষা আন্দোলন, ৭১ এর মুক্তিযুদ্ধ, ৯০ এর গণঅভ্যুত্থান অথবা ২৪ এর গণঅভ্যুত্থান বিশ্লেষণ করলে সবার আগে ছাত্রদের ভূমিকার কথা চলে আসে। পৃথিবীর যে কোন দেশে বড় কোন অভ্যুত্থানের ইতিহাস ঘাটলে দেখা যাবে ছাত্রদের ভূমিকা কতটা অপরিহার্য ছিল। দেশীয় ছাত্রসংগঠনগুলোর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অন্যতম প্রধান একটি শীর্ষ সংগঠন। অথচ সেই সংগঠনের বরিশাল জেলা মহানগর কিংবা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি না হওয়ার কারণে তৈরি হচ্ছে না নতুন নেতৃত্ব।
১৯৭৯ সালের ১লা জানুয়ারি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংগঠন এবং দেশ মাতৃকার প্রয়োজনে কাজী আসাদুজ্জামানকে আহ্বায়ক এবং এনামুল করিম শহীদকে যুগ্ম আহ্বায়ক করে গঠন করেছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল। একই বছরের আগস্ট মাসে বরিশালের মজিবুর রহমান নান্টুকে আহবায়ক এবং আমিরুল হককে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করে গঠিত হয় বরিশাল জেলা ছাত্রদল।
পরবর্তী সময়ে বরিশালে মহানগর প্রতিষ্ঠিত হওয়ার পরে মহানগর ছাত্রদলের প্রথম সভাপতি হন সাইফুল আহসান আজিম এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পান মীর জাহিদুল কবির জাহিদ। তৎকালীন সময়ে সংগঠনের বিধান অনুযায়ী পূর্ণাঙ্গ কমিটির মেয়াদ দুই বছর এবং আহ্বায়ক কমিটির মেয়াদ ৯০ দিন ধার্যকৃত থাকলেও কমিটি গঠনের ধারাবাহিকতা দেখা গিয়েছিল বরিশাল জেলা এবং মহানগরে।
কিন্তু গত আওয়ামী লীগের সরকারের ১৬ বছরে বরিশাল জেলা এবং মহানগরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি গঠন প্রক্রিয়ায় স্থবির হয়ে পড়ে। বিশেষ করে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা, বিএম কলেজ শাখা, হাতেম আলী কলেজ শাখা, বরিশাল কলেজ শাখাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঐতিহ্যবাহী এই সংগঠনটির কার্যক্রম চালিয়ে যাচ্ছেন পদ প্রত্যাশী নেতাকর্মীরা । এর মধ্যে প্রায় ৮ বছর আগে গঠিত বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি রেজা শরীফ এবং সাধারণ সম্পাদক হাসিব এর কমিটিও ভেঙে দেয়া হয় প্রায় ৩ বছর পূর্বে। যার ফলে নেতৃত্বশূন্যতায় ভুগছে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল। ২০২১ সালের ৭ জানুয়ারি বাবুকে সভাপতি এবং সজলকে সাধারণ সম্পাদক করে গঠিত হয় বিএম কলেজ ছাত্রদল শাখা। বর্তমানে এসব শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলছে কমিটি পুনগঠন প্রক্রিয়া।
এ প্রসঙ্গে জানতে চাইলে মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির জানান, ইতোমধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের মনোনীত টিম বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ জিয়ার আদর্শ উদ্বুদ্ধ ছাত্র-ছাত্রীদেরকে নিয়ে কর্মী সভা করে গিয়েছেন এবং সংগঠনের নিয়ম অনুযায়ী সাংগঠনিক টিমের কাছে বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদলের কমিটি অনুমোদনের জন্য জমা দেয়া হয়েছে। যেকোনো সময় কমিটি অনুমোদিত হয়ে যাবে।
বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনি বলেন, কেন্দ্রীয় ছাত্রদলের টিমের সমন্বয়ে মহানগর ছাত্রদলের যৌথ উদ্যোগে সম্পূর্ণ সাংগঠনিক প্রক্রিয়ায় প্রায় প্রত্যেকটি কলেজের কমিটি অনুমোদনের জন্য কাগজ দপ্তরে জমা দেয়া হয়েছে, অচিরেই অনুমোদিত কমিটিগুলো প্রকাশ হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available