• ঢাকা
  • |
  • রবিবার ৩০শে ভাদ্র ১৪৩২ দুপুর ১২:৪৪:৫৯ (14-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

ইজিবাইক চুরির মামলায় বাবা-ছেলেসহ চারজনকে গ্রেফতার

১৬ মে ২০২৩ সকাল ১১:৪৫:১৫

সংবাদ ছবি

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের কালাইয়ে চুরি হওয়া ইজিবাইকসহ চারজনকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে ইজিবাইক চুরির সাথে জড়িত চার চোরকে ঢাকায় একটি রিকসা গ্যারেজ থেকে আটকের পর সোমবার দুপুরে তাদের কালাই থানায় নিয়ে আসা হয়। এ সময় ওই গ্যারেজ থেকে চুরি যাওয়া ইজিবাইক উদ্ধার করা হয়।

গ্রেফতাররা হলেন- জেলার কালাই উপজেলার বেগুনগ্রামের মৃত আফাজ ফকিরের ছেলে আব্দুস সামাদ ফকির (৫৬), তার ছেলে মাহফুজার রহমান সাদ্দাম (২৮), একই উপজেলার মাদারপুর গ্রামের ফারাজ উদ্দিন পোদ্দারের ছেলে আল আমিন পোদ্দার (২২) এবং দেওগ্রাম দক্ষিণপাড়ার মৃত মোজাম্মেল ফকিরের ছেলে আঞ্জুমান  হোসেন (২৭)।

এ তথ্য নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মঈনুদ্দীন।      

তিনি জানান, গত ২৫ এপ্রিল রাতে জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার রঘুনাথপুর গ্রামের ইজিবাইক চালক গ্রেফতারদের নিয়ে কালাই উপজেলার করিমপুর ত্রিমোহনীতে আসেন। এ সময় চোরেরা চুরির উদ্দেশ্যে ইজিবাইকের চালককে পাঁচশত টাকার নোট দেন। খুচরা টাকা না থাকায় চালক পাঁচশত টাকার নোট খরচ করতে পাশে একটি দোকানে যায়। এ সময় সুযোগ বুঝে আটকরা তার ইজিবাইক নিয়ে চলে যায়। পরে অনেক খোঁজাখুজি করে ইজিবাইক না পাওয়ায় চালক গত শনিবার কালাই থানায় এসে অজ্ঞাতনামা একটি এজাহার দায়ের করেন। এজাহার হাতে পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে ওই ঘটনার সাথে জড়িতদের শনাক্তের জন্য তথ্য প্রযুক্তির সহায়তায় নিয়ে রোববার রাতে ঢাকায় একটি রিকসা গ্যারেজ থেকে ওই চারজন চোরকে গ্রেফতার করা হয়। এ সময় ওই গ্যারেজ থেকে চুরি হয়ে যাওয়া ইজিবাইকটিও উদ্ধার করেন পুলিশ।

এজাহারের আলোকে তাদের বিরুদ্ধে চুরি মামলা দায়েরের পর তাদেরকে জেল হাজতে পাঠানো হয় বলে জানান ওই কর্মকর্তা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
নীলফামারীতে নদী থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
১৪ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:৩৮:০৭

সংবাদ ছবি
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লোহাগাড়ার যুবকের মৃত্যু
১৪ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:৩১:২১

সংবাদ ছবি
স্পিডবোট ডুবির ঘটনায় ৩ জনের মরদেহ উদ্ধার
১৪ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:৩০:৪১

সংবাদ ছবি
ইবিতে মার্কেটিং ক্লাবের নেতৃত্বে কানন-সিফাত
১৪ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:২৩:৩৬





সংবাদ ছবি
পিকেএসএফ ভবন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
১৪ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১১:৫০:৪৫