• ঢাকা
  • |
  • রবিবার ৩০শে ভাদ্র ১৪৩২ রাত ১১:০৫:৪২ (14-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

টেকনাফে অপহরণ চক্রের ২ সদস্য আটক, ৩ ভিকটিম উদ্ধার

২৮ মার্চ ২০২৩ বিকাল ০৫:২৮:৩০

সংবাদ ছবি

নাছির উদ্দীন রাজ, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফের বৈদ্যঘোনা গভীর পাহাড়ী এলাকায় অপহৃত ৩ জনকে উদ্ধার করেছে র‌্যাব-১৫। এ সময় অপহরণকারী চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে।

উদ্ধাররা হলেন- আমান উল্লাহ (১৯), সিরাজুল মোবিন (১৮) ও আবু তাহের (২৭)।

অপহরণ চক্রের সদস্যরা হলেন- টেকনাফ সদর ইউনিয়নের মাঠ পাড়া এলাকার নজির আহমদের ছেলে নবী হোসেন (২৭) ও জাহিদ হোসেন প্রকাশ কাবিলা (২২)।  এদের কাছ থেকে ২টি রাম দা, ২৫ ফুট শিকল, ৮টি তালা, ২টি চাবির ছড়াসহ ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

২৭ মার্চ সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫-এর সহকারী পুলিশ সুপার মোঃ শামসুল আলম খান।

তিনি জানান, শনিবার  ঠান্ডা মিয়ার ছেলে আমান উল্লাহ (১৯) ও তার বন্ধু  সিরাজুল মোবিন (১৮) বাড়ি থেকে ফজরের নামাজের উদ্দেশ্যে বের হয়ে হোয়াইক্যং ইউনিয়নের ১নং ওয়ার্ডের উলুবুনিয়া রাস্তার মাথায় পৌঁছলে কয়েকজন ব্যক্তি তাদের কাছে সিএনজি মেরামতে জন্য একটি গ্যারেজের সন্ধান চায়। আমান ও মোমিন পার্শ্ববর্তী একটি গ্যারেজের সন্ধান দেখানোর উদ্দেশ্যে গাড়িতে উঠলে অপহরণকারীরা তাদেরকে পাহাড়ী এলাকায় নিয়ে যায়।

স্বজনদের অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব-১৫ সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল টেকনাফ আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসার সামনে অভিযান পরিচালনা করে অপহরণকারীর চক্রের মূলহোতাদের আটক করে।

র‌্যাব-১৫ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা অপহরণের কথা স্বীকার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বৈদ্যঘোনা (নতুন পল্লান পাড়া) গহীন পাহাড়ী এলাকা থেকে ২ ভিকটিমকে উদ্ধার করা হয়। উখিয়া থানার  কুতুপালং এলাকা থেকে অপহৃত অপর একজনকে উদ্ধার করা হয়।

পরে র‌্যাব উদ্ধার ব্যক্তিদের তাদের পরিবারের নিকট হস্তান্তর করে। 
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
দেশের জনগণ নতুন শাসক দেখতে চাই: গোলাম পরোয়ার
১৪ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৯:২৯:২৮


সংবাদ ছবি
রাতের আঁধারে সক্রিয় বুটেক্সে মাদক নেটওয়ার্ক
১৪ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৮:৫৮:৪১


সংবাদ ছবি
নারায়ণগঞ্জে ৮ মাসে ৮৫ খুন
১৪ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৮:৩৫:০০




সংবাদ ছবি
আইসিসিএলে একটি ইভেন্ট বুকিং করলে অন্যটি ফ্রি!
১৪ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫৭:০০

সংবাদ ছবি
সেনবাগে ৬ সন্তানের জন্ম দিয়ে এক প্রসূতি
১৪ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪৬:৩১